বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দিল্লিতে যা ঘটছে তা ভয়ংকর: তাপসী পান্নু

দিল্লিতে যা ঘটছে তা ভয়ংকর: তাপসী পান্নু

বিনোদন ডেস্কঃ  
টুইটারে তাপসী পান্নু অভিনীত ও অনুভব সিনহা পরিচালিত থাপ্পড় নিয়ে চলছে নতুন ট্রেন্ড, ‘বয়কট থাপ্পড়’। একজন লিখেছেন, সিএএবিরোধী কর্মকাণ্ডে যোগ দেওয়ায় তাপসীর থাপ্পড় বয়কট করা হলো। একপক্ষীয় কথা বলে কেবল পরিস্থিতি জটিল করেন তাঁরা। অথচ সিএএবিরোধীরা যে সহিংসতা করছে, সেটা তাঁদের চোখে পড়ছে না।
মনোন্দার সিং নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘থাপ্পড় ছবিতে নকশালদের কর্মকাণ্ড আর টুকড়ে টুকড়ে গ্যাংদের দেখানো হয়েছে। এসব ছবিকে আমরা বয়কট করি।’ হর্ষ শর্মা নামের একজন লিখেছেন, ‘প্রথমে দীপিকা, তারপর তাপসী। তাঁরা জাতীয় ইস্যুকে কেন্দ্র করে নিজেদের ছবির প্রচারণা চালান। এ ঘটনার সংবেদনশীলতা তাঁরা বোঝেন না।’ অমিতেষ কুমার লিখেছেন, ‘যেসব তারকাদের জাতীয়তাবোধ নেই, আমি তাঁদের স্রেফ ঘৃণা করি। বয়কট করার জন্য ছপাকের পর আরও একটা ছবি পাওয়া গেল।’
‘পিঙ্ক’, ‘মুলক’, ‘ষান্ড কি আঁখ’খ্যাত তাপসী পান্নুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি থাপ্পড় নিয়ে বিতর্ক, কাদা–ছোড়াছুড়ি এখন চূড়ান্ত। দিল্লির জওহরলাল নেহরু ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থী ও আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য বিজেপি সমর্থকেরা ইতিমধ্যে ‘বয়কট থাপ্পড়’ ট্রেন্ড চালু করেছে টুইটারে। অবশ্য সেসবে তাপসী খুব একটা গা মাখাচ্ছেন বলে মনে হচ্ছে না। ই টাইমস, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
পরিচালক অনুভব সিনহা ও অভিনয়শিল্পী তাপসী পান্নু দুজনই সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্রের জন্য সমাদৃত। তাই এই জুটির প্রয়াসে নির্মিত ‘থাপ্পড়’ মুক্তির আগেই দারুণ আলোচনায় ছিল। মুক্তির পরও নারীকেন্দ্রিক সামাজিক ছবি হিসেবে নানা বিতর্ক ছাপিয়ে প্রথম দিনেই তুলে আনে ৩ কোটি ৭ লাখ রুপি। পারিবারিক সহিংসতার ওপর নির্মিত এই ছবিটি সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বলে রায় দিয়েছেন সমালোচকেরা। ছবি মুক্তির আগে তাপসী পান্নু ছবির প্রচারণামূলক একটি বিজ্ঞাপন করেন। যার মূল বার্তা এ রকম: ধূমপান ও মদ্যপানের দৃশ্য দেখানোর সময় যেমন সংবিধিবদ্ধ সতর্কীকরণ বার্তা দেখানো হয়, নারীর ওপর পারিবারিক সহিংসতার দৃশ্যেও একই রকম বার্তা দেখাতে হবে।
সে যা-ই হোক, এই পরিচালক ও অভিনেত্রী উভয়েই সিএএ ও এনআরসির বিপক্ষে আওয়াজ তুলেছেন। অন্যদিকে একপক্ষ বলেছে, এসবই সিনেমার প্রচারণার ধান্দা। যেমনটা কিছুদিন আগেই করেছে দীপিকা পাড়ুকোন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী তাপসী ‘থাপ্পড় বর্জন’ সম্পর্কে বলেন, ‘একজন মানুষের ব্যক্তিগত মতামত দিয়ে তাঁর কাজকে বর্জন করা যায় না। আর টুইটারে এক–দুই হাজার লোকে কী বলল, তা দিয়ে কি কোনো ছবি বয়কট করা সম্ভব? আমার মোটেই তা মনে হয় না। অনেক মতাদর্শের মানুষ থাকবে। তাই বলে কি সিনেমা দেখা বন্ধ থাকবে? একটা ছবিতে যে কত মানুষের শ্রম, ঘাম লেগে আছে, সব বৃথা যাবে? তা হয় না।’
সিএএ নিয়ে তাঁর মত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি গভীরভাবে এই আইন জানি না। তাই এটা নিয়ে বলতে পারব না। তবে মতপ্রকাশের জন্য ছাত্র আর সাধারণ নাগরিকদের ওপর যে নির্যাতন চলেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে ভিডিওগুলো সামনে আসছে, তাতে আমার মনে হয়েছে, যা ঘটছে তা ভয়ংকর।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com