বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
‘সুপার স্টার হওয়া যাবে না’ আকবরদের প্রতি বিসিবি সভাপতি

‘সুপার স্টার হওয়া যাবে না’ আকবরদের প্রতি বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্কঃ  
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আজ দেশে ফিরেছে। তাদের মাটিতে পা রাখার পরামর্শ দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান
রাতারাতি তারকা বনে যাওয়া যাকে বলে, সেটাই হয়ে গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অনূর্ধ্ব-১৯ দল পা রাখতেই দর্শক ও সাংবাদিকদের ঢল নামে। এর মাঝেই ক্রিকেটারদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
বিমানবন্দরের ভেতরে ও বাইরে ক্রিকেটপাগল জনতার মিছিল ছিল লাগাম ছাড়া। এর মাঝেই বিসিবির বিশেষ বাসে করে ক্রিকেটারদের নিয়ে আসা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানেও জনতার ঢল নামে। বিসিবিতে এসেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন নাজমুল হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য বোর্ড পরিচালকও। এরপর কেক কেটে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বকাপ উঁচিয়ে বোর্ড প্রধানের সঙ্গে আনন্দ উদ্যাপন করেন আকবররা। এ সময় চোখ ধাঁধানো আতশবাজিতে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।
এরপরই যুবাদের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, কোচ নাভিদ নেওয়াজ ও বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদ সম্মেলন করেন। উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য পরিচালকরাও। এ সময় ক্রিকেটারদের মাটিতে পা রাখার কথা বললেন বিসিবি সভাপতি, ‘ওদের অনেক কথাই বলেছি। সব তো আপনাদের বলা যাবে না। তবে ওদের বলেছি যে সুপার স্টার হওয়া যাবে না। সুপার স্টার হওয়ার চিন্তা মাথায় আনলেই ক্যারিয়ার শেষ। ভালো করলে এমনিতেই সুপার স্টার হয়ে যাবে।’
শিরোপা জিতলেও ক্রিকেটারদের হিসেবে আসল যাত্রা যে এখনো বাকি, সেটি ভালোই জানা আকবরের। দলের বাকি সদস্যদের হয়ে তিনি বললেন, ‘আমরা জানি আমাদের অনেক দূর যেতে হবে। আমরা এখন উদ্যাপন করছি। এটা হয়তো দুই-তিন চলবে। এরপর আবার আমাদের কাজে ফিরতে হবে। আমাদের কাজটাই আসল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com