শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
অনলাইনভিত্তিক মেসেঞ্জার গ্রুপ “মানব কল্যাণে আমরা” এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

অনলাইনভিত্তিক মেসেঞ্জার গ্রুপ “মানব কল্যাণে আমরা” এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

“ইচ্ছা করলেই শীতার্তদের পাশে দাঁড়ানো যায়” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের মধ্যে দুই দিন ব্যাপী

ব্যতিক্রমী শীত বস্ত্র (লেপ) বিতরণ কার্যক্রম সম্পন্ন করে অনলাইনভিত্তিক মেসেঞ্জার গ্রুপ “মানব কল্যাণে আমরা”। গত ৩রা জানুয়ারি, ২০২০ ইং তারিখে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন তেলঘড়ি, কবিরপুর ও করচা এবং ৪ঠা জানুয়ারি,২০২০ ইং তারিখে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন ভেড়াডহর ও মুছাপুর গ্রামের শীতার্তদের মধ্যে মোট ৯৪ টি শীত বস্ত্র (লেপ) বিতরণ করা হয়। এছাড়াও, কবিরপুর গ্রামের এক অসহায় শিশুর চিকিৎসার ব্যয় মেটানোর জন্য নগদ দুই হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। শীত বস্ত্র হাতে পেয়ে এলাকার দরিদ্র জনগণ আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের একজন মুছাপুর গ্রামের রবীন্দ্র বৈষ্ণব বলেন “এখন থাইকা শীতের রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু। সৃষ্টিকর্তা যাতে এই কাজের লগে জড়িত হগলরে ভালা রাখে।” এই গ্রপের একজন সদস্য শাল্লা সরকারি কলেজের প্রভাষক রন্টু কুমার বৈষ্ণব বলেন “এই ধরনের মহতী কাজে নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত বোধ করছি”। এই মহতী কার্যক্রমের উদ্যোক্তা এবং গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব প্রসেনজিৎ বৈষ্ণব, যিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এ অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি অফিস সময়ের পর ফেসবুকে প্রচুর সময় ব্যয় করেন। এই অনলাইনের সময়কে কিভাবে মানব কল্যাণে ব্যয় করা যায়,সেই চিন্তা থেকেই এই উদ্যোগ গ্রহণ করে বলে জানান। এরপর থেকে তিনি শীত বস্ত্র বিতরণের কার্যক্রমের জন্য প্রথমে ব্যক্তিগত ফেসবুক/মেসেঞ্জার আইডির মাধ্যমে ও মোবাইলে যোগাযোগ করে অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন। উল্লেখযোগ্য সাড়া পাওয়ায় তিনি আরো প্রচার ও সদস্য বৃদ্ধির লক্ষ্যে ‘মানব কল্যাণে আমরা’ নামে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে সদস্য যোগ করতে থাকেন এবং গৃহীত অর্থের পরিমাণ উল্লেখ করে বিভিন্ন উৎসাহমূলক লেখনী গ্রুপে পোস্ট করতে থাকেন।এভাবে প্রায় ৬৭ জন সদস্যের নিকট থেকে এই কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করেন। বর্তমানে এই গ্রুপে ব্যবসায়ী, ছাত্র ও চাকুরিজীবী মিলে সদস্য সংখ্যা প্রায় দুইশত, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকল সদস্যদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। এজন্য তিনি এলাকার ধণাঢ্য ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। তার এই কার্যক্রমে সর্বপ্রথম মুছাপুর গ্রামের সবুজ বৈষ্ণব, করচা গ্রামের দোলন বৈষ্ণব এবং তেলঘড়ি গ্রামের সুদীপ্ত বৈষ্ণব সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং উৎসাহ প্রদান করেন।এছাড়াও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব প্রদীপ রঞ্জন বৈষ্ণব ‍উক্ত স্লোগান এর মাধ্যমে উদ্যোক্তাকে উৎসাহিত করেন বলে জানা যায়। পরবর্তীতে হরেন্দ্র বৈষ্ণব (শিক্ষক), সঞ্জয় বৈষ্ণব (প্রবাসী), নিখিল বৈষ্ণব (প্রবাসী), বাধন বৈষ্ণব ও সোনারঞ্জন বৈষ্ণবসহ দেশে-বিদেশে অবস্থানরত আরো অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ গোঁসাই’র আখড়া, ঢাকা হতে আগত শ্রী শ্রী সাধন দাস বৈষ্ণব, ভেড়াডহর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু রঞ্জন কুমার বৈষ্ণব, বীর মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব এবং রায়মোহন বৈষ্ণব সহ আরো অনেকেই। অতিথিবৃন্দ গ্রুপের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com