বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
হাওরবেষ্টিত সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও কিছু কথা

হাওরবেষ্টিত সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও কিছু কথা

সুনামগঞ্জ জেলা মূলত হাওরবেষ্টিত জেলা। ‘চৈত্রে পাও বর্ষায় নাও’ বলতেই প্রথমে চোখে আসে
এ-জেলার কথা।ইতিহাস ঐতিহ্যময়তায় ভরপুর
সুনামগঞ্জ জেলা হলেও মূলত এ-জেলা স্বাধীনতার পর থেকেই ছিল অবহেলিত। বজ্রপাত, অকাল বন্যা,হাওর বাঁধের নামে লুটপাট এ-জেলার নিত্যনিমিত্ত ব্যাপার। যদিও এ-জেলাতেই জন্ম নিয়েছিলেন অনেক জ্ঞানী গুণী সাধকরা।
বাউল আব্দুল করিম, রাধারমণ, দূর্বিনশাহ,
হাছনরাজা, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ
বাবু সুরঞ্জিত সেন,প্রখ্যাত রাজনীতিবিদ আব্দুস
সামাদ আজাদসহ অসংখ্য জ্ঞানী গুণী জন।এ-হিসেবে বলা যায় এ-জেলা জ্ঞানী গুণীদের আতুঁড়ঘর।তারপরও এ-জেলা সামগ্রিক ভাবে নানা কারণে দিনের পর দিন ছিল পিছিয়ে।একসময় ছিল না শিক্ষার তেমন কোনো হার। যদিও হাওর অন্তপ্রাণ বাবু সুরঞ্জিত সেন গুপ্ত বা প্রয়াত নেতা আব্দুস আজাদ প্রতিনিয়ত চেষ্টা করছিলেন কীভাবে হাওরবাসীকে এগিয়ে নেওয়া যায়। তারপরও তাঁদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি তাঁরা দীর্ঘদিনের অবহেলিত হাওরপারের জেলাকে যা দিতে পারেননি আমাদের ‘হাওররত্ন’ খ্যাত ভাটি বাংলার উন্নয়নের রূপকার বর্তমান সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ এম.পি প্রথম সংসদ সদস্য হওয়ার পর থেকেই যেনো এক নতুন প্রাণ পায় সুনামগঞ্জ বাসী।এবং তাঁর সামগ্রিক অর্জন বলুন বা উন্নয়নই বলুন যেনো আগের সব বাঘা বাঘা নেতাদের পেছনে পেলে নিজেকে করে নিয়েছেন এক সত্যিকারের হাওরবন্ধু। এম.এ মান্নান একজন আপাদমস্তক মা,মাটি ও তাঁর জন্মস্থান হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের প্রতি দায়বদ্ধ নেতা। তিনি যা বলেন তাই করেন।একসময় হাওরপারে যখন কোনো দৃশ্যমান কাজ ছিল কল্পনা মাত্র অথচ এখন মন্ত্রী মান্নান মহোদয়ের আমলে অধিকাংশ মেগা প্রজেক্টই এখন দৃশ্যমান। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

সুনামগঞ্জ ম্যাডিকেল কলেজ ও টেক্সটাইল
ইনস্টিটিউট, রানিগঞ্জ সেতু, দক্ষিণ সুনামগঞ্জ
উপজেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,
শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিসসহ
অসংখ্য স্থাপনা; এমনকি বর্তমানে তাঁর স্বপ্ন
হাওরের বুকে দীর্ঘ ফ্লাই ওভার ব্রীজ এবং সরাসরি
সুনামগঞ্জ টু ময়মনসিং হয়ে সোজা ঢাকার সাথে
রেল সংযোগ। যা গত ৫০ বছর ধরে হাওরবাসীর
কাছে ছিল কেবল আকাশ কুসুম কল্পনা।এবার আসি ‘হাওররত্ন’ এম.এ মান্নানের স্বপ্ন ও তাঁর নির্বাচনী ইশতেহারের ঘোষণা ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ সম্পর্কে..সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেবিনেট সভায় অনুমোদন হওয়ার পর থেকেই একদিকে যেমন গোটা জেলা আনন্দ মিছিল করেছে। শান্তিগঞ্জে তাৎক্ষণিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে উপজেেলা আওয়ামীলীগ  অন্য দিকে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছুটা সমালোচনাও করেছেন।তাদের ভাষ্যটা এমনঃ যে জেলায় ভালো মানের কোনো স্কুল নেই, কলেজ নেই সেখানে বিশ্ববিদ্যালয় করে কী লাভ? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। বর্তমান সরকার সেই চিন্তা করেই হাওরবেষ্টিত জেলায় ইতোমধ্যে অসংখ্য স্কুল ও কলেজ জাতীয়করণ করেছে। তাছাড়া সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হওয়ার মানে এই নয় যে, এখানে শুধু সুনামগঞ্জের ছেলে-মেয়েরা পড়বে। বিশ্ববিদ্যালয় মানে গোটা বিশ্বের বিদ্যালয়। এখানে ছেলে মেয়েরা নানা অঞ্চল থেকে নানা দেশ থেকে পড়তে আসবে।হ্যাঁ এটা অস্বীকার করি না আমাদের ভালো মানের তেমন পর্যাপ্ত স্কুল, কলেজ নেই কিন্তু একটা জিনিস পরিষ্কার-

আমাদের হাওর পারের ছেলে-মেয়েরা যেখানে
পড়তে বিভাগীয় শহর সিলেটে যেতে পারে না
সেখানে কিছুটা হলেও তাদের অংশগ্রহণ বাড়বে।
এর চেয়েও বড় কথা হলো বিশ্ববিদ্যালয় হওয়াতে
সুনামগঞ্জে বাড়বে কর্মসংস্থান। এ-প্রতিষ্ঠানকে
কেন্দ্র করে গড়ে উঠবে নগরায়ন।অসংখ্য আবাসিক
প্রতিষ্ঠান গড়ে উঠবে। হাওরের বুক নিয়ে হবে গবেষণা। ফলে বলা যায় হাওরে নতুন এক প্রাণ নিয়ে আসবে এ-বিশ্ববিদ্যালয়।এবং কার্যত: আমরা হাওরবাসী সুনামগঞ্জ জেলার বাসিন্দারা আজ আর আমরা অবহেলিত নই,’বর্ষায় নাও,চৈত্রে পাও’ এমন প্রবাদ বর্তমান সরকারের আমলে সুনামগঞ্জ জেলায় এখন যেনো অনেকটাই বেমানান। সুনামগঞ্জ জেলার অধিকাংশ উপজেলাই এখন শতভাগ বিদ্যুতায়িত উপজেলা। কারণ আমাদের আছেন এক হাওর বন্ধু। যাঁর চিন্তা ও কাজ সর্বদাই তাঁর নাড়ী সুনামগঞ্জ নিয়ে। দীর্ঘায়ূ হোন হে কাজ পাগল নেতা এম.এ মান্নান। দীর্ঘায়ূ জননেত্রী শেখ হাসিনা। আপনার সরকারের কাছে হাওরবাসী চিরদিন

কৃতজ্ঞ থাকবে।
জয় বাংলা।
.
লেখক:
সুলেমান কবির
শিক্ষক: চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ,
কানাইঘাট,সিলেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com