শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্মৃতিকাতর আমিনুল

বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্মৃতিকাতর আমিনুল

স্পোর্টস ডেস্কঃ  
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক, টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা আমিনুল ইসলাম দারুণ ফুটবলভক্তও। একসময় ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন প্রথম বিভাগ ফুটবলও। অস্ট্রেলিয়াপ্রবাসী এই তারকা আজ এসেছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যে স্টেডিয়াম তাঁর খেলোয়াড়ি জীবনের অজস্র স্মৃতিতে ঠাসা
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সঙ্গে নাড়ির সম্পর্ক জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলামের। এই মাঠেই বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। খেলেছেন ঘরোয়া ফুটবলও। বর্তমানে অস্ট্রেলিয়াতে থিতু হয়েছেন পরিবারসহ। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্বে আছেন। দেশে এসে নস্টালজিয়ার আনন্দ পেতেই আজ পা রাখলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যখন বিপিএল চলছে, তখন আমিনুল চলে এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মাঠে বসে দেখলেন প্রিয় দল আবাহনীর ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল। এরপর দেখেছেন মোহামেডানের খেলা। মাঠে এসেই স্মৃতিকাতর হয়ে পড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘এই মাঠটা আমাদের অন্তরের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশে আহসান মঞ্জিল বা সংসদ ভবনের মতো এটাও একটা ঐতিহ্যবাহী স্থাপনা। এখানে ফুটবল-ক্রিকেট যা–ই হোক না কেন, এর সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক আছে। যখনই এখানে আসি যেন পুরো জীবনের স্মৃতির পাতাগুলোকে দেখতে পাই।’
প্রায় প্রায় ১৫ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল দেখতে এসে উচ্ছ্বসিত আমিনুল, ‘আমি বেশ আপ্লুত। ফুটবলের ফল নিয়ে অতটা মাথাব্যথা নেই আমার। কিন্তু খেলা দেখে খুব আনন্দ পাচ্ছি।’
ক্রিকেটে ১১ বছর খেলেছেন মোহামেডানের হয়ে। কিন্তু ফুটবলে মনেপ্রাণে আবাহনীর সমর্থক আমিনুল, ‘যদিও আমি মোহামেডানে বহু বছর খেলেছি; কিন্তু আমি আবাহনীর সমর্থক। সালাউদ্দিন ভাইদের খেলা দেখতাম। মোহামেডানের সঙ্গেও একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল। এখনো অন্য রকম লাগে এদের খেলা দেখলে।’
আমিনুল তিন বছর প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন। এর মধ্যে দুই বছর খেলেন ইস্ট এন্ড ক্লাবে। সর্বশেষ ১৯৮৭ সালে খেলেন ভিক্টোরিয়ায় খেলেছি। মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন তিনি। নতুন মৌসুমে নতুন মোহামেডানের জন্য শুভকামনা জানালেন আমিনুল, ‘বাংলাদেশের খেলাধুলায় মোহামেডান আবাহনী ঐতিহ্য অন্য পর্যায়ে। মোহামেডান আবারও নতুনভাবে জেগে উঠেছে। নতুন শক্তিতে সাদা-কালো দলটি ফিরে আসুক সেটাই আমি চাইব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com