মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জামিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:: সিলেটের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মাদরাসা জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন ও প্রথম সমাবর্তন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার আলাদা দুটি বিবৃতিতে তারা এ শুভেচ্ছা বার্তা পাঠান।

বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, ‘এই সমাবর্তন তথা দস্তারবন্দী সম্মেলনে যারা দস্তারে ফজিলত লাভে ধন্য হবেন, তারা নিজেদেরকে দেশ, জাতি ও ধর্মের কল্যানে নিয়োজিত রাখবেন বলে আশা করি। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
প্রধানমন্ত্রী সমাবর্তনে আগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করি, জামিয়া তওয়াক্কুলিয়া রেঙ্গার শিক্ষার্থীগণ জ্ঞান ও মেধার সর্বোচ্চ প্রয়োগ করে সোনার বাংলাদেশ গড়তে গুরত্বপূর্ণ অবদান রাখবে।’

উল্লেখ্য, গতকাল থেকে শুরু হয়েছে সিলেটের প্রাচীনতম ও শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপীঠ, খলিফায়ে মাদানি আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গা রাহ.’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র শতবছর পূর্তি ও দস্তারবন্দী মহাসম্মেলন। চলবে ২৭ তারিখ পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com