বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
করণের হাতে উন্মোচিত হলেন শ্রীদেবী

করণের হাতে উন্মোচিত হলেন শ্রীদেবী

বিনোদন ডেস্কঃ  
‘চাঁদনি’ পাড়ি দিয়েছেন চাঁদের দেশে, তাও প্রায় দুই বছর হতে চলল। এখন হয়তো আর কেউ খিলখিলিয়ে বলে উঠবেন না, ‘ম্যায় তেরা চাঁদনি।’ তবে শ্রীদেবীর ক্ষেত্রে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতার লাইনটা খুব খাটে, ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়’। তাই আবারও ফিরে এসেছেন শ্রীদেবী। না, মোমের মূর্তি হয়ে নন, বড় পর্দার অধরা অপ্সরী হয়ে নন; ফিরছেন দুই মলাটের বই হয়ে। এই ‘দেবী’র বইয়ের নাম ‘শ্রীদেবী: দ্য ইটারনাল স্ক্রিন গডেস’। আজ রোববার মুম্বাইয়ে বইটির মোড়ক উন্মোচন করেছেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক করণ জোহর।
বইটি লিখেছেন সত্যার্থ নায়ক। ভূমিকা লিখেছেন বলিউড তারকা কাজল। শ্রীদেবীকে দেখেই নাকি কাজলের বড় পর্দার নায়িকা হওয়ার সাধ জেগেছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কাজল বলেছেন, ‘আমি শ্রীদেবীর তারকা-খ্যাতি দেখেই বেড়ে উঠেছি। সেটে তিনি একজন সুপারস্টার। আর বড় পর্দায় তিনি জাদুকর। বড় পর্দা থেকে তাঁর সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমি তা অনুভব করেছি। তিনি আমার সবচেয়ে প্রিয় আইকন।’
এর আগে দিল্লিতে বইটির মোড়ক উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন। পাণ্ডুলিপি পড়ে অনুমোদন দিয়েছেন শ্রীদেবীর স্বামী, প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর। আর আজ ২২ ডিসেম্বর পেঙ্গুইন র্যানডম হাউস থেকে প্রকাশিত হয়েছে এই বই।
এই বইয়ের লেখক সত্যার্থ নায়ক বলেছেন, ‘মুম্বাইয়ে বইটির প্রকাশনা অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে করণ জোহরের চেয়ে যথাযথ আর কেউ হতে পারেন না। যখন বইটি লেখার কাজ চলছিল, তখন এই প্রযোজক শ্রীদেবীর সঙ্গে তাঁর নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সেগুলো আমার লেখাকে সমৃদ্ধ করেছে। তাই করণ জোহর এই বইয়ের যাত্রার সঙ্গী। আর তিনি মুম্বাইয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসতে রাজি হওয়ায় তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
অবশ্য করণ জোহর যে এই অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছেন, আগেই তার আভাস পাওয়া গিয়েছিল। ১৫ ডিসেম্বর করণ জোহর টুইটারে শ্রীদেবীর বইয়ের মোড়কের দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার সর্বকালের প্রিয় অভিনেত্রী (শ্রীদেবী)। তাঁর শূন্যতা অপূরণীয়। এই বইয়ে তিনি কীভাবে ভারতের প্রথম নারী সুপারস্টার হলেন, তা উঠে এসেছে। লেখা আছে শ্রীদেবীর ব্যক্তিগত জীবনও।’
‘শোলা শাওন’ ছবি দিয়ে ১৯৭৯ সালে শ্রীদেবীর বলিউডে অভিষেক হয়েছিল। ‘জুলি’ ছবিতে যখন তিনি অভিনয় করেন, তখন তিনি শিশুশিল্পী। তবে নায়িকা হয়ে অভিনয়জীবন শুরু করেন ১৯৭৯ সালে। তামিল ভাষার ওই ছবির নাম ‘ষোলওয়া শাওন’। তবে ১৯৮৩ সালে ‘হিম্মতওয়ালা’ ছবি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পান শ্রীদেবী।
শ্রীদেবীকে ২০১৩ সালে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হয়। ১২৬টি ছবিতে অভিনয় করা শ্রীদেবী ছয়বার ফিল্মফেয়ার পুরস্কারজয়ী। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালাম ও কান্নাড়া ভাষার ছবিতে অভিনয় করেন তিনি। তাঁকে সর্বশেষ দেখা গেছে ২০১৭ সালের ৭ জুলাই মুক্তি পাওয়া ‘মম’ ছবিতে। মাত্র ৩৭ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি বক্স অফিসে তুলে এনেছিল ১৭৫ কোটি রুপির বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com