বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ক্যানসার জয় করে জীবনকে উদ্যাপন

ক্যানসার জয় করে জীবনকে উদ্যাপন

বিনোদন ডেস্কঃ  
‘জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ। সুপ্রভাত বন্ধুরা। জীবনটা বড় সুন্দর। আনন্দে আর সুস্থ থাকার এই তো সুযোগ!’ এবার টুইটারে লিখেছেন মনীষা কৈরালা।
মনীষা কৈরালার ডিম্বাশয়ে (ওভারি) ক্যানসার বাসা বেঁধেছিল। এরপর তাঁর জীবন যেন সেই একটা রোগে স্থবির হয়ে যায়। শুরু হয় ক্যানসারের সঙ্গে লড়াই। নেপাল থেকে উন্নত চিকিৎসার জন্য ভারতে চলে যান। এরপর কেমোথেরাপি নিতে চলে যান যুক্তরাষ্ট্রে। লড়াকু মনীষা কৈরালা শেষমেশ জিতে যান। হেরে যায় ক্যানসার।
এখন নিজের জীবনকে উদ্যাপন করছেন মনীষা কৈরালা। তিনি বলছেন, এটা তাঁর দ্বিতীয় জীবন। এবার টুইটারে তিনি নিজের দুটি ছবিও দিয়েছেন। পাশাপাশি দুটি ছবির একটিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা। তাঁর নাকের ভেতরে দেওয়া হয়েছে অক্সিজেনের নল। ফ্যাকাশে মুখ। অন্য ছবিতে প্রাণবন্ত মনীষা পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছেন। তাঁর চারপাশে ছড়িয়ে আছে বরফ। এই দুটি ছবি দিয়ে তিনি নিজের দ্বিতীয় জীবনের জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘নেপালি কন্যা’ মনীষা কৈরালা আত্মজীবনী লিখেছেন। তাঁর বইয়ের নাম ‘হিলড’। গত জানুয়ারি মাসে বইটি প্রকাশিত হয়েছে। এই বইয়ে নিজের অসুস্থতা নিয়ে মনীষা কৈরালা লিখেছেন, ‘১০ ডিসেম্বর ২০১২। মরণ আমাকে ডাক দেয়। কিন্তু আমি মরতে চাইনি, বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে। আমার আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। না, হেরে গেলে চলবে না। একসময় জানতে পারি, আমার বেঁচে থাকার সম্ভাবনা ৪৪ শতাংশ। কিন্তু এটাও সত্যি, ৫৬ শতাংশ মৃত্যুর ঝুঁকি!’
‘হিলড’ বই নিয়ে গত বছর ঢাকা আন্তর্জাতিক লিট ফেস্টে এসেছিলেন মনীষা কৈরালা। সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘আমি মরে যাব, এমনটা এক মুহূর্তের জন্য ভাবিনি। আমার বিশ্বাস ছিল, আমি একদিন পুরোপুরি সুস্থ হব।’
মনীষা আরও বলেছেন, ‘আমি দেখি ক্যানসার চিকিৎসায় দুটি বড় শর্ত। প্রথমত, অপারেশন সফল হতে হবে। দ্বিতীয়ত, অপারেশনের পর পরবর্তী জটিল চিকিৎসা সফল হতে হবে। এর সঙ্গে আছে কেমোথেরাপি। এমনটা চিকিৎসকেরাই আমাকে বলেছেন। অপারেশন এবং চিকিৎসা সফল হলো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমি বাঁচব? তিনি বললেন, তিন বছর পর্যন্ত আবার ক্যানসার বেড়ে ওঠার ৯০ শতাংশ সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে তাঁরা নিশ্চয়তা দিতে পারেননি। আমি অপেক্ষায় ছিলাম, এখনো আছি। অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা।’
এর আগে এক সাক্ষাৎকারে মনীষা বলেছেন, ‘ক্যানসার আমাকে নতুন জীবন দিয়েছে। জীবনের সব ঘটনাকে অন্যভাবে দেখার চোখ দিয়েছে। আমি বুঝতে শিখেছি জীবনে সুস্থ থাকার প্রয়োজনীয়তা!’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com