বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : পরিকল্পনামন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক::  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী ভূমিকা নিতে হলে শুধু সুদৃঢ় নেতৃত্ব থাকলে হবেনা তোমাদের মধ্য থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেমনটি ৭০, ৭১, ৭২ সালে আমাদের পূর্বপ্রজন্মের সাহসীরা ভূমিকা নিয়েছিলো। শত্রুদের নিধন করেছিলো শত্রুদের তাঁড়িয়ে দিয়েছিলো। সেইভাবে তোমাদের প্রজন্ম সামনে আসলে জঙ্গিবাদের মতো অপশক্তি ধ্বংস হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর-রাজনগরের আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র ফজলুল রহমান।

শিক্ষার্থীদের উদ্দেশ্য মন্ত্রী আরও বলেন, মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের পূর্বসূরিরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে যখন মুক্তি দিতে পেরেছেন তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা সকল প্রতিকূলতা ভেঙে এগিয়ে যেতে পারবো। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত মাদক জঙ্গিবাদ সন্ত্রাস ও গুজব প্রতিরোধ বিষয়ক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে সকালে মন্ত্রী পৌরসভা হলরুমে  পৌরসভা ও নগর সমন্বয় কমিটির সভায় যোগদান করেন। এবং বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রের অঙিনায় জ্যেষ্ঠ নাগরিকদের আড্ডা বিনোদন ও সময় কাটানোর জন্য মৌলভীবাজারে প্রথম প্রতিষ্ঠিত পার্ক ’প্রবীনাঙ্গণ’ উদ্বোধন করেন।

সূত্র: দৈনিক উত্তরপূর্ব

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com