বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
লতা কবে বাসায় ফিরবেন, জানে না পরিবার

লতা কবে বাসায় ফিরবেন, জানে না পরিবার

বিনোদন ডেস্কঃ  
লতা মঙ্গেশকর আগের চেয়ে এখন অনেকটা ভালো। তবে তিনি কবে বাসায় ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না। গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন তাঁর ভাইয়ের মেয়ে রচনা শাহ। তিনি আরও বলেছেন, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তাতেই আমরা খুশি। তিনি কবে বাসায় ফিরবেন, এই মুহূর্তে তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। এখন গুরুত্বপূর্ণ হলো তিনি কত তাড়াতাড়ি সুস্থ হবেন এবং বিপদ কাটিয়ে উঠবেন।’
মুম্বাইর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এর আগে টাইমস অব ইন্ডিয়াকে রচনা শাহ বলেছেন, ‘লতা মঙ্গেশকর আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁকে নিয়ে আমরা আর কোনো মন্তব্য করতে চাই না।’ তিনি আরও বলেছেন, ‘পারিবারিক কিছু গোপনীয়তা থাকে। আশা করছি, আপনারা এই ব্যাপারগুলোকে সম্মান জানাবেন।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, লতা মঙ্গেশকরকে এখনো হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের ব্যাপারে সর্বশেষ কোনো তথ্য দেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করে। তবে এর আগে পিটিআইকে হাসপাতাল থেকে জানানো হয়, লতা মঙ্গেশকরের পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, তাঁর ফুসফুসে এখনো সংক্রমণ রয়েছে।
১১ নভেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লতা মঙ্গেশকরকে ব্রিচ ক্যানডি হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২০ সেপ্টেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়। ১৯৮৯ সালে তিনি ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পান। সাত দশক ধরে ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com