বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
অপমান করার শিক্ষা পাচ্ছেন মাঞ্জরেকার

অপমান করার শিক্ষা পাচ্ছেন মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্কঃ  
ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে পরোক্ষভাবে এক হাত নিয়েছেন দেশটির ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি অমল মজুমদার। এর আগে হার্শা ভোগলকে একরকম অপমানই করেন মাঞ্জরেকার
অমিত সম্ভাবনার ঝলক দেখিয়ে ভারতের জাতীয় দলে জায়গা পেয়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। কিন্তু নিজের প্রতি সুবিচার করতে না পারায় ঝরে পড়তে হয় অকালেই। সাবেক বনে যাওয়ার পর থেকেই মাঞ্জরেকার ধারাভাষ্য দেওয়া ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করে আসছেন। বেমক্কা মন্তব্য করে সমালোচিত হওয়ার অভ্যাস তাঁর আছে। এবার যেমন ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে একরকম অপমানই করেছেন মাঞ্জরেকার। তবে মাঞ্জরেকারকেও ছেড়ে দিচ্ছেন না সাবেকেরা। মাঞ্জরেকারকে এখন সাবেকদের কাছ থেকেই পরোক্ষ খোঁচা হজম করতে হচ্ছে।
খোঁচাটা দিয়েছেন অমল মজুমদার। নামটা অনেকের কাছেই অচেনা লাগতে পারে। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর রাখলে এ নামের পাশে ‘কিংবদন্তি’ লাগাতে চাইবেন অনেকেই। হ্যাঁ, এই অমল মজুমদার ভারতের ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তিতুল্য ব্যাটসম্যানই। রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ড এক সময় তাঁর দখলে ছিল। ১৭১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩০ সেঞ্চুরি হাঁকানো এ ব্যাটসম্যান কখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ২০১৪ সালে অবসর নেওয়া সাবেক এ ক্রিকেটার এখন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন। মুম্বাই ও দিল্লির মধ্যকার ম্যাচে মাঞ্জরেকারকে এক হাত নিয়েছেন অমল মজুমদার।
শচীন টেন্ডুলকারের কোচ রমাকান্ত আচরেকারের ছাত্র অমল কী বলেছেন তা জানার আগে, ভোগলে-মাঞ্জরেকারের ঘটনাটা জানা থাকলে বুঝতে সুবিধা হবে। কলকাতায় দিবারাত্রির ম্যাচে কোহলিদের গোলাপি দর্শন কেমন হয়েছে তা নিয়ে আলোচনা করছিলেন ভোগলে ও মাঞ্জরেকার। একপর্যায়ে ভোগলে বলেছিলেন, বল দেখতে কোনো সমস্যা হয় কি না সেটা ভারতীয় ক্রিকেটারদের জিজ্ঞেস করে দেখতে হবে। এর জবাবে মাঞ্জরেকার খোঁচা দিয়েছেন ভোগলেকে, ‘হার্শা, শুধু তোমারই এটা জিজ্ঞেস করে দেখতে হবে। আমরা যারা ক্রিকেট খেলেছি তাদের এটা জিজ্ঞেস করার দরকার নেই।’
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া ভোগলে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরে কখনো ক্রিকেট খেলেননি। কিন্তু ক্রিকেট বিশ্লেষক কিংবা ধারাভাষ্যকার হিসেবে তাঁর ক্যারিয়ার অনেকের কাছেই ঈর্ষণীয়। ভারতে তো বটেই ভারতের বাইরের ক্রিকেট মহলেও তিনি ভীষণ জনপ্রিয়ও। ভোগলের অপমানিত হওয়া তাই মেনে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। তুমুল সমালোচনাই চলছে মাঞ্জরেকারের। এর মধ্যে মুম্বাই-দিল্লি ম্যাচে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে মাঞ্জরেকারের আচরণটা মনে করিয়ে দিয়েছেন অমল মজুমদার।
মুম্বাইয়ের হয়ে খেলছিলেন ঋষভ পন্ত। ভারতের ঘরোয়া ক্রিকেটে পেসারদের গতি আন্তর্জাতিক অঙ্গনের তুলনায় একটু কম। ধারাভাষ্যকক্ষে অমল মজুমদারের সতীর্থ এ নিয়েই জিজ্ঞেস করেছিলেন তাঁকে, ‘পন্ত ভারতীয় দল এবং আন্তর্জাতিক ক্রিকেটে গতিময় পেসারদের সামলাতে অভ্যস্ত। এখানে (রঞ্জি) কম গতির সঙ্গে সে মানিয়ে নিচ্ছে কীভাবে?’ অমলের সোজাসাপ্টা জবাব, ‘জানব কীভাবে? আমি তো এ পর্যায়ে (আন্তর্জাতিক) খেলিনি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com