শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
‘বুলবুলের’ কারণে ১৩ জেলায় ছুটি বাতিল

‘বুলবুলের’ কারণে ১৩ জেলায় ছুটি বাতিল

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় ১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের ছুটি বাতিল করেছে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে পারবেন না।
জেলাগুলো হলো, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম।
ওই আদেশপত্রে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ড’ এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এসব জেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের শনিবারের সাপ্তাহিক ছুটি ও রোববারের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এ সময় তাঁদের কর্মস্থল ত্যাগ না করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com