শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সাকিবের জন্য শাকিবের ভালোবাসা, কাঁদলেন মৌসুমী

সাকিবের জন্য শাকিবের ভালোবাসা, কাঁদলেন মৌসুমী

বিনোদন ডেস্কঃ  
‘বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এভাবেই নিজের অনুভূতির কথা জানান চিত্রনায়ক শাকিব খান।
শাকিব আরও লিখেছেন, ‘সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালোবাসায় বিশ্বক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’
সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা বাংলাদেশের আপামর জনসাধারণকে যেমন মর্মাহত করেছে, তেমনি বিনোদন জগতের তারকাদেরও আবেগাক্রান্ত করেছে। আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা সাকিবের পাশে দাঁড়িয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে। এবার সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের সঙ্গে সাকিব আল হাসানের একটি ছবি শেয়ার করে ওই মন্তব্য প্রকাশ করেন। বেশ কয়েক বছর আগে এক ঈদের অনুষ্ঠানে দুই ভুবনের দুই তারকার দেখা হয়েছিল।
সাকিব আল হাসানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানতে পারছেন না চিত্রনায়িকা মৌসুমী। ফেসবুকে লাইভে এসে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জন্য কাঁদলেন তিনি। তাঁর নিজের কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী ওমর সানীর ফেসবুক থেকে লাইভে আসেন মৌসুমী। সেখানে তিনি বলেন, ‘একটা পদ্মা সেতু তৈরি করা যতটা সহজ বা সম্ভব, একজন সাকিব আল হাসানকে তৈরি করা সম্ভব না। হাজার হাজার বছর অপেক্ষা করলেও একজন সাকিব আল হাসানকে তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে আমরা সেই সাকিব আল হাসানকে পেয়েছি। সাকিব আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ।’
মৌসুমী আরও বলেন, ‘সেই সাকিব আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিবের এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার। প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেওয়া হোক।’ আবেগাক্রান্ত কণ্ঠে মৌসুমী বলেন, ‘আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধিশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন।… সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর ফেসবুক পেজে সাকিব আল হাসানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘তুমি আমাদের অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছ, গোটা দেশকে এক করেছ, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছ, একই বেদনায়। আমরা তোমার সাথেই আছি, সাকিব আল হাসান।’
চলচ্চিত্র পরিচালক এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিষেধজ্ঞার পর সাকিব আল হাসান আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে মন্তব্য করে লিখেছেন, ‘আমরা তোমাকে সব সময় ভালোবাসি।’ নিজের মন্তব্যে শেষ অংশে ফারুকী জানতে চেয়েছেন, ‘এই আগারওয়াল কে, তাকে গ্রেপ্তার করার জন্য কি কোনো প্রচেষ্টা হবে, তাকে শাস্তি দেওয়ার জন্য? এই আগারওয়ালগুলো কোথায় থাকে, কোথা থেকে কাজ করে, কে ধরবে? নাকি শুধু সেই সব খেলোয়াড় যারা শাস্তি পাবে আর এটাই গল্পের শেষ?’
প্রসঙ্গত, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটি প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি-বিরোধী ট্রাইব্যুনালকে না জানানোর কারণে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিব দোষ স্বীকার করায় শর্ত সাপেক্ষে এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। সেই শর্ত পূরণ সাপেক্ষে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com