বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
হাসুসের সাহিত্য আড্ডায় নজরকাঁড়া উপস্থিতি

হাসুসের সাহিত্য আড্ডায় নজরকাঁড়া উপস্থিতি

আব্দুস সামাদ আফিন্দী : হাওর ভিত্তিক দেশের প্রথম সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত সাহিত্য আড্ডাটিতে সুনামগঞ্জের সাহিত্য আড্ডার রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ করা গেছে। এর মধ্য দিয়ে সুনামগঞ্জ হাসুস সুনামগঞ্জের সাহিত্যাকাশে  রেকর্ড গড়েই যাত্রা শুরু করলো। গতকাল সুনামগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হলরুমে কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল’র সভাপতিত্বে বিকাল ২.৩০ টার দিকে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় গুনীজনদের পাশাপাশি হাওরের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় শতাধিক তরুণ ছেলেমেয়ে অংশ গ্রহণ করেন।বিষয়টিকে উপস্থিত গুণীজনরা  সুনামগঞ্জের সাহিত্য আড্ডার ইতিহাসের রেকর্ড হিসেবে উল্যেখ করেছেন।আগামী প্রজন্মের সাহিত্য তথা লেখালেখির প্রতি তরুণদের এই আকর্ষণ ইতিবাচক ভাবেই দেখছেন তারা।

সাধারণ সম্পাদক আবু তালহা বিন মনির’র সঞ্চালনে শুরু হওয়া আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত গীতিকার,সুনামগঞ্জ সংস্কৃতি জগতের উজ্বল নক্ষত্র শেখ এম এ ওয়ারিশ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাওর পারের ধামাইল বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা, হাওরগবেষক সজলকান্তি সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট মোঃ আব্দুল হক,প্রভাষক ও সামাজিক সাইট সুনামগঞ্জ ডটকম প্রতিষ্ঠাতা মশিউর রহমান,প্রভাষক ও মাসিক সুরমার মোহনা সম্পাদক  ফজলুল হক দোলন,প্রভাষক জহিরুল ইসলাম,আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সানজিদা আক্তার, নবকন্ঠ সাহিত্য আসরের সভাপতি মহসিন কবির,নব কন্ঠ সাহিত্য  আসরের সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান ,  কবি ইয়াকুব বখ্ত বাহলুল,বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাহিত্যিক জামাল হোসেন,হাসুস প্রতিষ্ঠতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার, সহকারি অধ্যাপক এনামুল কবির, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র,জয় যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস,সুরমা ডট টিভি’র স্বত্বাধীকারি আলী সিদ্দিকী, প্রভাষক আবু তাহের রানা,প্রভাষক(বিপিএড) জুটন তালুকদার,কবি হিল্লুল তালুকদার,গীতিকার মইনুদ্দিন, শফিকুল হক সোহাগ,কবি এস ডি সুব্রত,কবি মুহিবুর রহমান,হাসুস সমন্বয়ক বিনতা কৃষ্ণ সরকার, সাংবাদিক আল আমিন আহমেদ সালমান,উজ্জ্বল টিটু প্রমুখ।এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম, পবিত্র গীতা থেকে পাঠ করেন কনিকা সরকার এবং স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ হাসুস’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ।
সভায় লেখা পাঠে অংশ নেন- সোহাগনূর,ময়নুল হাসান,বিশ্বজিৎ দাস,তাহমিদা হক মারজানা,প্রনয় সরকার শাওন,শাহীনূরর আলম,আবু সুফিয়ান,মনির হোসেন,মাহবুবুল ইসলাম,নিউটন সরকার,কৌশিক সরকার,সেবুল মিয়া,রিয়াদ মাহফুজ মাছুম,আকিব মাহমুদ,সাইফুল ইসলাম,মিহেল চৌধুরী,উজ্জ্বল টিটু,সুজিত শর্মা,গোলাম রাব্বি,মাহবুবুল আলম,সিরাজুল হক,জেনারুল ইসলাম,হাসিনা হাসি,আনোয়ারা খাতুন, মির্জা আয়েশা সিদ্দিকা ত্বাহা প্রমুখ।

জানতে চাইলে হাসুস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা প্রধান হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন “তৃণমূল হাওরে সাহিত্য ভাবনা জাগিয়ে তুলতেই বিগত ২০১৮ সাল থেকে আমরা হাসুস পরিবার কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিকতায় আমাদের  আজকের এই ক্ষুদ্র প্রয়াস।আশা করি প্রোগ্রামটা আমরা সফল করতে পেরেছি।” এসময় তিনি ভবিষ্যতে এমনভাবে আরো প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে সাহিত্যমুখী,বইমূখী করতে সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com