বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
নিজের নতুন নায়িকাকে নিয়ে মঞ্চে সালমান

নিজের নতুন নায়িকাকে নিয়ে মঞ্চে সালমান

বিনোদন ডেস্কঃ  
মুম্বাইয়ে আইফার (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি) ২০তম আসরের পুরস্কার দেওয়া হলো গত সোমবার। সেই অনুষ্ঠানে নিজের নতুন নায়িকার সঙ্গে সালমান খান পরিচয় করিয়ে দেন। সালমান খানের এই নতুন নায়িকার নাম সাইয়ি মাঞ্জরেকার। তিনি ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও প্রযোজক মহেশ মাঞ্জরেকারের মেয়ে। ‘দাবাং থ্রি’ ছবিতে সোনাক্ষী সিনহা ছাড়া দ্বিতীয় যে নায়িকা এত দিন আড়ালে ছিলেন, তিনি এই সাইয়ি মাঞ্জরেকার।
১০ বছর আগে দশম আইফা পুরস্কার অনুষ্ঠানের র্যাম্পে ‘বলিউডের ভাইজান’ নতুন এক নায়িকাকে পরিচয় করে দিয়েছিলেন। সেই নায়িকার নাম সোনাক্ষী সিনহা। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এবার তৈরি হচ্ছে ‘দাবাং থ্রি’। আর সোনাক্ষী সিনহারও বলিউডে ১৯ বছর হলো। এবার সাইয়ি মাঞ্জরেকারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন সালমান খান।
আজ বৃহস্পতিবার ই টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, সাইয়িকে আইফার র্যাম্পে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় সালমান খান বলেন, ‘খুব অদ্ভুত ব্যাপার। ১০ বছর আগে সোনাক্ষী সিনহাকে এই মঞ্চে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর এবার সাইয়ির পালা।’
সাইয়িও অন্যদের মতো বলিউডের বড় পর্দায় তাঁর উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারবেন? একজন সাংবাদিকের এই প্রশ্ন শুনে সালমান খান বললেন, ‘ইনশা আল্লাহ। আমি কিন্তু ওই ছবির কথা বলছি না।’
সালমান খান যে আর ‘ইনশাল্লাহ’ ছবির সঙ্গে নেই, তা কে না জানে। ‘দাবাং থ্রি’ ছবিতে সাইয়ির চরিত্রের জন্য এর আগে নাম এসেছিল মহেশ মাঞ্জরেকারের আরেক মেয়ে অশ্বিনী মাঞ্জরেকারের। সালমান খানের সঙ্গে তাঁর বাবার পুরোনো সম্পর্ক। একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন তাঁরা। এমনকি ‘দাবাং’ ছবিতেও। ফলে ভাইজানের কাছের মানুষ তিনি।
আগেও বলিউডকে নতুন মুখ উপহার দিয়েছেন সালমান খান। তিন বছর আগে ‘হিরো’ ছবিতে আথিয়া শেঠি ও সুরজ পাঞ্চোলি নামের দুই অভিনয়শিল্পীকে সুযোগ করে দিয়েছিলেন। গত বছর ‘লাভযাত্রী’ ছবিতে অভিষেক হয় আয়ুশ শর্মা আর ওয়ারিনা হুসেইনের। চলতি বছরের ২৯ মার্চ ‘দ্য নোটবুক’ ছবিতে দেখা গেছে আরও দুই নতুন মুখ, প্রাণুতন বহেল ও জহির ইকবালকে।
অন্যদিকে আইফার রাতে এ বছর সেরা হয়েছে রণবীর সিং (‘পদ্মাবত’, সেরা অভিনেতা), আলিয়া ভাট (‘রাজি’, সেরা অভিনেত্রী), শ্রীরাম রাঘবন (‘অন্ধাধুন’, সেরা পরিচালক) এবং ‘রাজি’ (সেরা ছবি)। সালমান খান, ক্যাটরিনা কাইফ, সারা আলী খান, মাধুরী দীক্ষিতদের মতো তারকারা মাতালেন মঞ্চ।
গ্রিন কার্পেটের এই সন্ধ্যা শুরু হয় আয়ুষ্মান খুরানা, প্রীতি জিনতা, সারা আলী খান, উর্বশী রৌতেলা, স্বরা ভাস্কর, জেনেলিয়া ডি সুজা, রীতেশ দেশমুখ, মৌনী রায়দের উপস্থিতিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com