শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আফজাল–অপি জুটির অভিনয়ে মুগ্ধ দর্শক

আফজাল–অপি জুটির অভিনয়ে মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্কঃ  
‘এই নাটক, একনাগাড়ে মহড়া এবং অনেক দিন পর হল ভর্তি দর্শকের সামনে অভিনয়ের অভিজ্ঞতা— আমার মনে মঞ্চের জন্য নতুন টান তৈরি করে দিয়েছে। একসঙ্গে এত সুখময় অর্জন, আহা—এই জীবনের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন।
গত শনিবার কানাডার টরন্টোতে মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। টরন্টো–ঢাকা কালচারাল নেটওয়ার্ক প্রযোজিত নাটকে দুটি চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও অপি করিম। এই নাটকের মাধ্যমে ২৫ বছর পর মঞ্চে ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। নাটকে ছিলেন আরও কয়েকজন স্থানীয় শিল্পী।
মঞ্চ নাটকটির আয়োজন করে টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক। দুটি প্রদর্শনী হয়েছে নাটকের। ইতিমধ্যে ঢাকায় ফিরেছে নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। শনিবার টরন্টোতে ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটক মঞ্চায়নের পর দেশে ফিরে অনুভূতির কথা জানিয়েছেন নাটকটির নাট্যকার মাসুম রেজা। যোগাযোগ করা হলে জানান, ‘নাটকটি কানাডায় দারুণ সাড়া ফেলেছে। মিলনায়তন ভর্তি দর্শক ছিল।’ দীর্ঘদিন পর মঞ্চে কাজ করে অনুপ্রাণিত হয়েছেন বলে জানালেন মাসুম রেজা। তিনি বলেন, ‘আমি অভিভূত হয়েছি আফজাল ভাই ও অপির নিষ্ঠা দেখে। যে একাগ্রতা আর মনোযোগ দিয়ে কাজটা করেছেন তাঁরা, তা বিস্ময়কর। মঞ্চে দুজনই অভিনয় করেছেন মন খুলে। দুজনই দর্শকদের কাছে দারুণ সমাদৃত হয়েছেন। টরন্টোর শিল্পীরা শুরুতে একটু নার্ভাস ছিলেন। তবে পরে খুব ভালোভাবে মানিয়ে নিয়ে ভীষণ ভালো করেছেন ম্যাক আজাদ, টরি, শর্মী ও আতিক।
এক দম্পতির সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাটকের গল্প সাজানো হয়েছে। বিয়ের বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্তান হয় না। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। তবে একদিন তাঁরা ঠিক করেন আর ঝগড়া করবেন না। এ জন্য দুজন মিলে শান্তি চুক্তিও করে ফেলেন। সিদ্ধান্ত নেন, আর কোনো সময় ঝগড়া হবে না। সে জন্য একটি তালিকাও ঝুলিয়ে রাখেন। কিন্তু যেদিন তালিকা ঝোলানো হয়, সেদিনই তুমুল ঝগড়া বেধে যায়। এভাবে এগিয়ে যায় গল্প।’
নাটক নিয়ে ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন আফজাল হোসেন। সেখানে আফজাল লিখেছেন, ‘বহু দিন পর মঞ্চনাটকে অভিনয় করব বলে টরন্টোতে আসা। নাটকের পাঁচ দিন আগে এসেছিলাম, যেন কটা দিন টানা রিহার্সাল করা যায়। প্রায় এক সপ্তাহ আমাদের জন্যই অগ্রিম ভাড়া করে রাখা চমৎকার একটা বাড়িতে সবাই ছিলাম। নাটকের দিন পর্যন্ত বাড়ি থেকে বের হব না কেউ, এমন পণ ছিল। রাতদিন বিরতি দিয়ে দিয়ে মহড়া চলেছে। চলেছে হাসাহাসি, আড্ডা, গল্প আর খাওয়া। এক অভূতপূর্ব অভিজ্ঞতা, সদা উৎসবমুখরতায় আমাদের সময় কেটেছে।’
আফজাল হোসেন আরও লিখেছেন ‘আমাদের নাটক এ্যান এক্সপার্ট কাপল এবং মিতালির গান উপভোগ করেছেন দর্শক। আমরা মুগ্ধ হয়েছি টরন্টোর দর্শকদের উচ্ছ্বাস, আন্তরিকতা ও গুণপনায়। অনেক অনেক বিশেষ প্রাপ্তির ঝলমল করা আলোয় বহুকাল মনপ্রাণ আচ্ছন্ন থাকবে।’
নির্দেশক মাসুম রেজা জানালেন নাটকটি ঢাকাতেও মঞ্চায়ন হওয়ার কথা চলছে। পাশাপাশি আরকটি নতুন নাটকের খবরও দিলেন মাসুম রেজা। লেখা ‘পেন্ডুলাম’ নাটকে আফজাল হোসেনের অভিনয় করবেন। নির্দেশনা দেবেন নাসির উদ্দীন ইউসুফ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com