বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জ পৌর ভবনে পুলিশের অভিযান

সুনামগঞ্জ পৌর ভবনে পুলিশের অভিযান

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই সুনামগঞ্জ পৌরসভা ভবনে অভিযানে নামে পুলিশ। পুলিশের যৌথ দলের অভিযান নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে শহরজুড়ে। মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীনের নেতৃত্বে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দাদের কমপক্ষে পঞ্চাশ জনের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। বিপুল সংখ্যক পুলিশ সদস্যসে পৌরসভায় ঢুকতে দেখে পৌরভবনের সামনে বিশাল জটলা সৃষ্টি হয়। উৎসুক জনতা অভিযানের কারণ জানতে উদগ্রীব থাকলেও কোনো তথ্যই তারা পাননি। পৌর বাসিন্দারা একেকজন একেক রকমের মন্তব্য করছেন।

অভিযানের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জসহ অনেক পুলিশ কর্মকর্তাই কথা বলতে চাননি। তবে পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তবে এর বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

পৌর মেয়র নাদের বখত এর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আমীন বলেন, আমরা বাইরে ছিলাম, ঘটনা জানতে পেরে পৌরসভায় এসে তাদের কাউকে পাইনি। মেয়র মহোদয়কে আমরা তা অবগত করেছি। মেয়র মহোদয় বর্তমানে ঢাকায় রয়েছেন।

পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল বলেন, পুলিশ যেহেতু অভিযান চালিয়েছে তারা অবশ্যই কোন অপরাধমূলক খবর পেয়ে এসেছিলেন। এটা আমার ধারণা। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানে এমন অভিযোগের ঘটনা গত ১০০ বছরে আমরা শুনিনি। আমাদেরকে আগে জানানো উচিত ছিল-এর তীব্র নিন্দা জানাই, আমরা খতিয়ে দেখছি কোন অপরাধমূলক ঘটনা পৌরসভায় ঘটেছে কিনা, পাশাপাশি মেয়র মহোদয় সুনামগঞ্জ আসলে আমরা এর কারণ জানতে চাইব, যদি এর কোন সঠিক কারণ আমাদের না জানানো হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com