মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে হবে না, সতর্কবার্তা সাকিবের

ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে হবে না, সতর্কবার্তা সাকিবের

স্পোর্টস ডেস্কঃ  
বিশ্বকাপে বাংলাদেশের যতটুকু সাফল্য, তার সিংহভাগটাই ছিল সাকিব আল হাসানের ঝলকে। কিন্তু টেস্ট ক্রিকেটে এক-দুজনের ঝলক দিয়ে যে সুবিধা করা যাবে না, সেটাই জানিয়ে দিলেন টেস্ট অধিনায়ক
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট নিয়ে নিজের ভাবনা সাফ জানিয়ে দিলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের মূল লক্ষ্য জয়। প্রতিপক্ষ আফগানিস্তান, ঘরের মাঠ, সঙ্গে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তরুণ ক্রিকেটারদের পরীক্ষা নেওয়ার ভালো সুযোগ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট শুধু পরীক্ষা নেওয়ার জন্য নয়। দিন শেষ জয়ের বিকল্প কিছুই নেই। চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের টেস্টে জয়ে চোখ রেখেই দল সাজানোর ইঙ্গিত সাকিবের।
গতকাল সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সাকিব বলেছেন, ‘প্রতিটা দল যখন ম্যাচ খেলতে যায়, তখন কিন্তু এটা চিন্তা করে না যে আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি। সবকিছুই দেখবে কিন্তু দিন শেষে লক্ষ্য থাকে ম্যাচ জেতার। আমরাও ওই লক্ষ্যেই খেলব। এ জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয়, নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভাবনা আছে তাহলে ওরাই খেলবে।’
আফগানিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই, সেই বার্তাও দিয়ে রাখলেন সাকিব। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বলে কয়ে হারানোর সামর্থ্য রাখে দলটি। ওয়ানডেতেও চোখ রাঙায় মাঝে মধ্যেই। এবার দীর্ঘ ফরম্যাটে পায়ের নিচের মাটি শক্ত করার পথে এগোচ্ছে আফগানরা। উন্নতির গ্রাফটি স্পষ্ট চোখে পড়েছে সাকিবের।
এ জন্য সতীর্থদেরও বার্তা দিয়ে রাখলেন সাকিব, ‘চ্যালেঞ্জ তো থাকে সব সময়ই। আফগানিস্তান যেভাবে উন্নতি করেছে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জই। তাদের বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। দল হিসেবে ভালো খেলতে হবে। ব্যক্তিগত দুই একটি পারফরম্যান্স দিয়ে জেতার সুযোগ খুব বেশি একটা থাকবে না। দলগতভাবেই ভালো খেলতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com