শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্কঃ  
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়ানোর কথা ছিল ২০১৮ সালের শেষদিকে। তবে একাদশ জাতীয় নির্বাচনের কারণে তা গড়িয়েছে চলতি বছরের জানুয়ারিতে। ফলে একই বছরে দুই আসর হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
অবশেষে তাই সত্যি হলো। এ বছরের শেষদিকে হচ্ছে বিপিএলের সপ্তম টুর্নামেন্ট। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক সভায় চূড়ান্ত হয়েছে এর দিনক্ষণ।
আগামী ৩ ডিসেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গেল মৌসুমে না হলেও এবার জাঁকজমকপূর্ণভাবে তা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরপর দুই দিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে ওই দিন।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানিয়েছেন। এসময় বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, অন্যতম পরিচালক নাইমুর রহমান দুর্জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিন নির্বাচকদের স্বপদে বহাল, নতুন বোলিং কোচ নিয়োগ, বিপিএলের দিনক্ষণ চূড়ান্তসহ নানা বিষয়ে কথা বলেছেন নাজমুল হাসান। জানিয়েছেন কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামকে সংষ্কার করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com