শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ডাকাত আতংকে দক্ষিণ সুনামগঞ্জের ৮ গ্রামের মানুষ

ডাকাত আতংকে দক্ষিণ সুনামগঞ্জের ৮ গ্রামের মানুষ

ছায়াদ হোসেন সবুজ:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন উপজেলার পাথারিয়া ইউপির গনিগঞ্জ, জাহানপুর,শ্রীনাথপুর, আসামমুড়া, কাশিপুর, দরগাহপুর, হাসারচর ও গাজীনগর গ্রামের মানুষ। একদিকে পানি বন্দি অন্যদিকে ডাকাত আতংক সব মিলিয়ে কষ্টের শেষ নেই তাদের। বিগত ১ মাস যাবৎ নির্ঘুম রাত কাটাচ্ছেন পানিবন্দি এই গ্রামের মানুষজন। দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা নামার পরপরই তাদের মনে ভয় কাজ করে কখন জানি ডাকাত এসে সব নিয়ে যায়। জানা যায়, ইতিমধ্যেই ডাকাতরা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মূল্যবান জিনিস ডাকাতি করে নিয়ে গেছে। ফলে জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছেন তারা। এর আগে ডাকাতের এমন ছড়াছড়ি ছিলনা বলে জানান আতংকগ্রস্থ গ্রামের মানুষজন। এই গ্রাম গুলোর চারিদিকে পানি থাকায় নৌকা যুগে ডাকাতি করতেই ডাকাতরা হানা দেয়।

এলাকাবাসী জানান, আমাদের তো এখন ঘুম নেই। সন্ধ্যার পর থেকেই ভয়ে থাকি কখন ডাকাত আসে। ইতিমধ্যেই ডাকাত দল গ্রামের কয়েকটি ঘরে ডাকাতি করেছে। সন্ধ্যা নামার পরপরই ডাকাতরা নৌকা নিয়া ঘুরাঘুরি করে। সারারাত পাহারা দেয়া লাগে। তাই প্রশাসনের কাছে অনুরোধ আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ডাকাতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

উপজেলা জাহানপুর গ্রামের আব্দুল আহাদ বলেন, জানমাল নিয়ে চিন্তায় আছি। ডাকাতের ভয়ে পরিবারের কারো ঘুম নাই।

হাসারচর গ্রামের নিজাম উদ্দিন বলেন, কষ্টের কথা কইয়া শেষ করা যাইবনি। ডাকাইতের ডরে রাইত ঘুমাই না। জানো ডর থাক কোন সময় ডাকাইতের দল আইয়া ডাকাতি করে।

এব্যাপারে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন বলেন, বিষয়টি আমি জানি। গ্রামের মানুষদের বলেছি সজাগ দৃষ্টি রাখতে। এবং এবিষয়ে থানা প্রশাসনকেও অবগত করেছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, পুলিশ সর্বদা টহল দিচ্ছে। এবং জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com