শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ভারতে হামলা চালিয়েছিল: ইমরান খান

পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ভারতে হামলা চালিয়েছিল: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ  
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছিল পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা। ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে গতকাল মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় এ কথা স্বীকার করেছেন ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের সহায়তা করছে না। বরং সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করার পক্ষপাতী তারা। সন্ত্রাসীদের নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এখন পাকিস্তান সরকার সেনাবাহিনীর সমর্থন পাচ্ছে বলেও জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য দেওয়ার সময় ইমরান খান স্বীকার করেছেন যে, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ভারতে হামলা চালিয়ে থাকে। কেন সন্ত্রাসীদের নিবৃত্ত করেনি পাকিস্তান—তার ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান বলেছেন, স্থানীয় পুলিশের পক্ষে ওই সন্ত্রাসীদের দমন করা সম্ভব ছিল না। ফলে সন্ত্রাসীদের থামানো যায়নি।
ইমরান বলেন, ‘সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানের পক্ষে সন্ত্রাসীদের নিরস্ত্র করা সম্ভব ছিল না। শুধু পুলিশের পক্ষে এই সন্ত্রাসীদের দমন করা সম্ভব নয়। সন্ত্রাসীরা সুপ্রশিক্ষিত, আফগানিস্তানে লড়াই করার অভিজ্ঞতা আছে তাঁদের। এদের কেউ কেউ কাশ্মীরেও যুদ্ধ করেছেন। সেনাবাহিনীর সহায়তা ছাড়া তাই এদের নিবৃত্ত করা সম্ভব নয়।’
ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সমর্থন পাচ্ছেন—এমন দাবিও করেছেন যুক্তরাষ্ট্র সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান বলেন, ‘শুরু থেকেই আমাদের নীতি ছিল ভারতের সঙ্গে শান্তি বজায় রেখে চলা। সেনাবাহিনী সব সময় আমাকে সমর্থন করেছে। যখন ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখনো সেনাবাহিনীর সমর্থন পেয়েছি।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জন সদস্য নিহত হন। ইমরান খান বলছেন, ওই ঘটনার আগেই সন্ত্রাসীদের দমনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল তাঁর সরকার। ইমরান বলেন, ‘পুলওয়ামা হামলার আগ থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম, পাকিস্তানের সব সন্ত্রাসীদের দমন করা হবে। অনেক জঙ্গি হামলার শিকার হয়েছে পাকিস্তান, আর না।’
তবে ইমরান খানের সরকারের জন্য সন্ত্রাসী দমনের কাজটি মোটেও সহজ হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন এটি। ইমরান বলছেন যে, তাঁর দেশে এখনো ৩০-৪০ হাজার সন্ত্রাসী আছেন। তিনি বলেছেন, ‘আগের সরকারগুলোর সন্ত্রাসীদের দমনের রাজনৈতিক ইচ্ছাই ছিল না। পাকিস্তানে এখনো ৩০ থেকে ৪০ হাজার সন্ত্রাসী আছে, যারা সুপ্রশিক্ষিত এবং আফগানিস্তান ও কাশ্মীরে যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের আছে।’
ইমরানের দাবি, ‘এই প্রথমবারের মতো কোনো সরকার সন্ত্রাসীদের দমনে পদক্ষেপ নিচ্ছে। ২০১৪ সালে পাকিস্তানি তালেবান আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়ে দেড় শ শিশুকে হত্যা করেছিল। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।’
এদিকে আরেক অনুষ্ঠানে ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। ক্যাপিটল হিলে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে ইমরান বলেন, ‘নাইন ইলেভেনের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। পাকিস্তানে কোনো তালেবান ছিল না। আল-কায়েদা আফগানিস্তানে ছিল। আমি আগের সরকারগুলোকেই দোষ দেব। তারা যুক্তরাষ্ট্রকে আসল সত্য জানাতে পারেনি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com