বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
তামিমের ছক্কাগুলো মেরে দেবে কে?

তামিমের ছক্কাগুলো মেরে দেবে কে?

স্পোর্টস ডেস্কঃ  
এই বিশ্বকাপে তামিমকে নিয়ে আলোচনা হচ্ছে তুলনামূলকভাবে একটু ধীরে খেলার জন্য। পরিসংখ্যান দেখেই তা একটু আঁচ করা যায়। এবার বিশ্বকাপে একটা ছক্কাও যে মারেননি তামিম!
তামিম কীভাবে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন, মনে আছে?
২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া ১৯১ রানের লক্ষ্যে ১৮ বছর বয়সের এক তরুণকে ওপেন করতে নামিয়ে দিয়েছিল বাংলাদেশ। জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেটের ওপর দিয়ে তেড়েফুঁড়ে ছক্কা মেরেছিলেন তিনি। তামিমের তারকা হওয়ার শুরুটা সেখান থেকেই। সে তামিমই কিনা বিশ্বকাপে এসে ছক্কা মারতেই চাইছেন না!
এবার বিশ্বকাপে ছয় না–মারা ব্যাটসম্যানদের মধ্যে তামিম দ্বিতীয় সর্বোচ্চ বল খেলেছেন। প্রথম ম্যাচে আন্দিল ফিকোয়াওয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৬ রান করলেন ২৯ বল খেলে। দ্বিতীয় ম্যাচে লকি ফার্গুসনের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দেওয়ার আগে নামের পাশে ২৪ রান রেখে গেলেন, ৩৮ বল খেলে। ইংল্যান্ডের বিপক্ষে মার্ক উডের বলে তেড়ে মারতে গিয়ে এওইন মরগানের হাতে ক্যাচ দিয়ে দিলেন, ১৯ রানের ইনিংসটা খেলতে খরচ করলেন ২৯ বল। উইন্ডিজের বিপক্ষে রান আউট হওয়ার আগে ৫৩ বলে ৪৮ রানের এক ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে ৭৪ বলে করলেন ৬২ রান। এই পাঁচ ইনিংসের মধ্যে একবারের জন্যও ছক্কা মারেননি তামিম। মোট খেলে ফেলেছেন ২২৩ বল।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে দেখে একটু স্বস্তি পেতে পারেন তামিম। লঙ্কান এই ওপেনার চার ম্যাচে ব্যাট করতে নেমে খেলেছেন ২৪৫ বল, একটা ছক্কাও মারেননি। তামিমের পর এই তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা (২০৫ বল), পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ (১৩৪ বল), দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (১৩৩ বল), সদ্য চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া ভারতের ওপেনার শিখর ধাওয়ান (১২১ বল)।
একটা ছক্কা মারতে গিয়ে সবচেয়ে বেশি বল খেলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন—৩০৯ বল। তার পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ২৭৩ বল খেলে একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর পরে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, ২৬৭ বল খেলে এক ছক্কা মেরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com