বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে দুই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করছে দুই অবমুক্তিযোদ্ধার সন্তান

দক্ষিণ সুনামগঞ্জে দুই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করছে দুই অবমুক্তিযোদ্ধার সন্তান

দক্ষিণ সুনামগঞ্জে মৃত দুই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেছে দুই অমুক্তিযোদ্ধার সন্তান। চরম জাল-জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভাতা উত্তোলন করছে তারা।

অভিযোগ রয়েছে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা উত্তোলনকারীর সাথে জড়িত রয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা নেতারা। উত্তোলিত ভাতার টাকা প্রতি মাসেই ভাগাভাগি করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলেও তদন্ত সম্পন্ন হয়নি। তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযোগের তদন্ত করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

সম্প্রতি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবেদনকারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের সাথে খারাপ আচরণ করেছেন।
আদেনকারীদের অভিযোগ, মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনকারী প্রতারকদের বাঁচাতে একটি পক্ষ তৎপর হয়েছে। সমাজসেবা কর্মকর্তা প্রতিপক্ষ দল সৃষ্টি করেছেন। তবে এসব সঠিক নয় বলে দাবি করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের মৃত প্রফুল্ল পালের ছেলে পরিমল পাল মুক্তিযোদ্ধা ছিলেন (ভারতীয় তালিকা নম্বর-২৪৪৩৯)। দেশ স্বাধীনের কয়েক বছর পর তিনি ও তার দুই ভাই ভারতে চলে যান। সেখানে তিনি বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করেন। বাংলাদেশে পরিমল পালের কোন স্ত্রী, সন্তান কেউ নেই। কিন্তু একই গ্রামের মৃত সাধন পালের ছেলে সন্তোষ পাল মুক্তিযোদ্ধা পরিমল পালের ছেলে সেজে কয়েক বছর ভাতা উত্তোলন করে। সন্তোষ পালের মা রেনু বালা পাল জীবিত থাকলেও উত্তরাধিকার সনদপত্রে তার মাকে মৃত দেখানো হয়েছে। কারণ স্ত্রী জীবিত থাকলে সন্তানরা ভাতা পায় না। অথচ রেনু বালা পাল জীবিত আছেন বলে জানিয়েছেন সন্তোষ পালের মামা (মায়ের কাকাতো ভাই) পাগলা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হিরেশ পাল। রেনু বালা পালের স্বামীর নাম সাধন পাল বলেও জানান তিনি।

জেলা প্রশাসকের কাছে অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ভাতা উত্তোলনে সহযোগিতা করেছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

এঘটনায় কাবিলাখাইয়ের পাশের গ্রাম সলফ গ্রামের মুক্তিযোদ্ধা গেদা আলীর ছেলে ইসমাইল আলী গত ১৯ মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ভাতা উত্তোলনকারী সন্তোষ পালের সাথে কথা বলতে কাবিলাখাই গ্রামে গিয়ে তাকে পাওয়া যায়নি। পাগলা গ্রামে অবস্থান করা তার মায়ের সাথেও কথা বলা সম্ভব হয়নি।

জালিয়াতির মাধ্যমে ভাতা উত্তোলনকারী সন্তোষ পাল মুক্তিযোদ্ধার সন্তান নয় বলে জানিয়েছেন তারই আপন কাকা অনিল পাল। অনিল পাল দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেছেন, তারা তিন ভাই ছিলেন। সবার বড়ভাই ছিলেন সাধন পাল। তিনি দ্বিতীয়, সবার ছোট ভাই সুধির পাল। তবে সাধন পাল বা তাদের পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন।

এদিকে একইভাবে উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা যতিন্দ্র কুমার দাসের ভাতা উত্তোলন করছেন তার ভাতিজা বিধুভূষণ দাসের ছেলে নান্টু দাস। (যতিন্দ্র কুমার দাসের মুক্তিবার্তা লাল বহি নং-০৫০২০১০২৭১)। যদিও যতিন্দ্র কুমার অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু বিধুভূষণ দাসের ছেলে নান্টু কান্ত দাস তার ছেলে দাবি করে ভাতা উত্তোলন করেন।
নান্টু দাসকে এসব কাজে সহায়তা করে আর্থিক সুবিধা নিয়েছেন একই গ্রামের বাসিন্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার। নান্টু দাসের ভাতা প্রদান বন্ধের জন্য গত বছরের ৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। ভাতা প্রদান বন্ধ হলেও গত সাড়ে ৭ মাসেও অভিযোগের তদন্ত সম্পন্ন হয়নি।

ভাতা উত্তোলনকারী অভিযুক্ত নান্টু কান্ত দাস বলেন,‘ আমার আপন কাকা মুক্তিযোদ্ধা যতিন্দ্র কুমার দাস বিয়ের আগেই মারা গেছেন। আমি তার পালিত (পোষ্য) ছেলে। তবে উত্তরাধিকারের বিষয়ে কোন কাগজপত্র করা হয়নি, তিনি হঠাৎ করে মারা গেছেন। আমার গ্রামের মুক্তিযোদ্ধা রাধাকান্ত তালুকদার আমার কাগজপত্র ঠিক ও ভাতা উত্তোলন করে দিয়েছেন। প্রায় বছর খানেক ভাতা তোলেছি। আমি ভাতার তিন ভাগের একভাগ পেয়েছি। দুই ভাগ নিয়েছেন রাধা বাবু (মুক্তিযোদ্ধা রাধাকান্ত তালুকদার) ও অঞ্জু বাবু (অঞ্জন কুমার দাস)। তারা জানিয়েছেন এখন আর ভাতা পাওয়া যাবে না। ৭/৮ মাস ধরে ভাতা বন্ধ আছে।’
তবে মুক্তিযোদ্ধা অঞ্জন কুমার দাস বলেন,‘ নান্টু কুমার দাস জালিয়াতি করে মুক্তিযোদ্ধার ছেলে সেজে ভাতা উত্তোলন করেছে। এখন বিপদে পরে আমার নাম জড়াতে চাইছে। সে সবকিছুই করেছে রাধাকান্ত দাসের সহায়তায়। আমি এই ঘটনার প্রতিবাদ করায় আমাকে অভিযুক্ত করতে চাইছে। আমাকে টাকা দেয়ার কোন প্রমাণ সে দেখাতে পারবে না।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার বলেন,‘ নান্টু দাস অন্তত তিন বছরের বেশি সময় ভাতা তোলেছে। আমার বিরুদ্ধে আনা এসব কথাবার্তা অবাস্তব ও অসত্য। ’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান বলেন,‘ এসব কাজের সাথে আমি জড়িত নই। আমার প্রতিপক্ষ কিছু লোক এই অভিযোগে আমার নাম দিয়েছে। কাবিলাখাই গ্রামের পরিমল ছাড়া আর কোন হিন্দু মুক্তিযোদ্ধা ছিল না। শুনেছি ১৫-২০ বছর আগে সে মারা গেছে। তবে তার সন্তান কারা এটা আমরা জানি না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের দেয়া উত্তরাধিকার সনদ দেখে আমরা ভাতা বরাদ্দ কমিটির সদস্য হিসেবে ভাতা প্রদানের জন্য সুপারিশ করেছি। সন্তোষ পাল দেড়-দুই বছর ভাতা উত্তোলন করেছে। ’তিনি আরও বলেন,‘সন্তোষ পাল তার উত্তরাধিকার সনদপত্রে তার বাবা ও মা মারা গেছে বলে উল্লেখ করেছে। উত্তরাধিকার সনদপত্র দেবার দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের, আমাদের নয়।’

দরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন বলেন,‘আমরা প্রথম যেদিন দায়িত্বভার গ্রহণ করি সেদিন সন্তোষ পাল পাগলা স্কুলের একটা সার্টিফিকেট দেখিয়ে উত্তরাধিকার সনদপত্র নিয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুপারিশ করেছেন তাই তাকে সনদ দেয়া হয়েছে। তবে এর সাথে যে প্রতারণা জড়িত তা ঘুর্নাক্ষরেও জানতাম না। এখন কাবিলাখাই গ্রামের অনেকেই জানিয়েছেন সন্তোষ পালকে তারা চেনেন না। এসব কিছুর সাথে কাবিলাখাই গ্রামের জনৈক অপু পাল জড়িত।’
অভিযুক্ত অপু পাল বলেন,‘ আমি কোন প্রতারণা করিনি। আমি যতদূর জানি সন্তোষ পাল মুক্তিযোদ্ধা পরিমল পালের ছেলে। তার মায়ের নাম রেনু বালা পাল। তা বাবা ১৭/১৯ ও মা ৭/৮ বছর আগে মারা গেছেন। ’

মুক্তিযোদ্ধা পরিমল পালের ভাগ্নে সদর উপজেলার আকিলপুর গ্রামের বাসিন্দা মনধন পাল বলেন,‘ পরিমল পালসহ আমার তিন মামাই ভারতে চলে গেছেন। বাংলাদেশে পরিমল মামার কোন ছেলে-মেয়ে ও স্ত্রী নেই। কেউ তার ছেলে দাবি করলে তা হবে প্রতারণা। ’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা বলেন,‘অভিযোগ উঠায় দুই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রদান বন্ধ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলোর তদন্ত চলমান রয়েছে। কাবিলাখাই গ্রামের অভিযুক্ত সন্তোষ পালকে ডাকা হয়েছিল। সে অফিসে এসে জবাব দিয়েছে। এরপর সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। কান্দিগাঁও গ্রামের অভিযুক্ত নান্টু দাসকে ডাকা হয়েছিল। তিনি আসেননি। কান্দিগাঁও গ্রামে সরেজমিনে যাব। আমি কোন মুক্তিযোদ্ধা বা আবেদনকারীর সাথে কোন ধরনের খারাপ আচরণ করিনি বা কারো পক্ষ অবলম্বন করিনি।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা বরাদ্দ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন,‘অভিযোগ পাওয়ার পরপরই দুই জনের ভাতা প্রদান বন্ধ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার তদন্ত করছেন। আশা করছি সপ্তাহ দু’একের মধ্যেই তদন্ত কাজ সম্পন্ন হবে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি অর্থ আদায়সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ’

সূত্র: সুনামগঞ্জের খবর  

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com