বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বিশ্বকাপ দলে ইয়াসির?

বিশ্বকাপ দলে ইয়াসির?

স্পোর্টস ডেস্ক::
২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৩ এপ্রিলের মধ্যে। দুই নির্বাচক দল দাঁড় করিয়ে দিয়েছেন। দু’একটা জায়গা নিয়ে শুধু ভাবতে হচ্ছে তাদের। আলোচনায় রয়েছেন ডান-হাতি ব্যাটসম্যান ইয়াসির আলী।
ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনও বিবেচনায় রয়েছেন। ঢাকা লিগে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেছে আবাহনী। কিন্তু দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন মোসাদ্দেক। কাল শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দাবি জোরালো করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। এছাড়া দলে নতুন কেউ যে থাকবেন না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
বুধবার প্রধান নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ একটা বড় পরীক্ষা। বিশ্বকাপ হল ক্রিকেটের সবচেয়ে সেরা মঞ্চ। তাই দল গঠন নিয়ে অবশ্যই চিন্তা থাকবে। খেলোয়াড়রা কেমন করবে সেকথা ভাবতে গেলে চিন্তা এসেই যায়। জাতীয় দলের বাইরের দু’একজন খেলোয়াড় আমাদের ভাবনায় রয়েছে। সামনে সুপার লিগ। এরপর আয়ারাল্যান্ড সফর। আমাদের ভাবনায় রয়েছে যারা, আশা করি তারা ফর্মে ফিরবে।’
নতুন মুখ হিসেবে শোনা যাচ্ছে ইয়াসিরের নাম। মিনহাজুল বলেন, ‘নতুন কেউ থাকবে কিনা এ মুহূর্তে বলা মুশকিল। এসব নিয়ে চিন্তভাবনা, আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যে পুরো দল প্রস্তুত করে ফেলব। চমক হিসেবে একজনও থাকতে পারে, দু’জনও। তবে দল চূড়ান্ত হওয়ার আগে কিছুই বলা যাবে না।’
ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন ঢাকা লিগের পারফরম্যান্সকে সেভাবে গুরুত্ব দেয়া হবে না। কিন্তু প্রধান নির্বাচক বলছেন ফর্ম অবশ্যই ধর্তব্য। মিনহাজুল আবেদিন বলেন, ‘ফর্ম অবশ্যই বিবেচ্য। খেলোড়ররা যখনই যে মঞ্চেই খেলতে যাক না কেন, বিশেষ করে বিশ্বকাপে যখন খেলতে যাবে, আত্মবিশ্বাসের মধ্যে থাকতে হবে। ব্যাটসম্যানরা যদি রানের মধ্যে এবং বোলাররা উইকেট পাওয়ার মধ্যে থাকে, তাহলে তারা ভালো করবে। তবে যারা আমাদের ভাবনায় রয়েছে কিন্তু রানে নেই, তারা রানে ফিরবে। সামনে অনেক ম্যাচ। সময় আছে বিশ্বকাপের আগে। একটা ম্যাচ ভালো করলে ধারাবাহিকতা চলে আসবে।’
ইনজুরি কাটিয়ে বুধবার মাঠে ফেরা তাসকিন আহমেদ ভালো বোলিং করতে পারেননি। তাকে আরও কয়েকটি ম্যাচে দেখার সুযোগ দিতে যাচ্ছেন নির্বাচকরা। এছাড়া সাইফউদ্দিনের ইনজুরি নিয়েও ফিজিওর নেতিবাচক প্রতিবেদন নেই। তবে ঢাকা লিগে সাব্বির রহমান ও সৌম্য সরকারের হতশ্রী পারফরম্যান্স নিয়ে চিন্তায় রয়েছেন নির্বাচকরা।
এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত। দু’একজনের পারফরম্যান্স বিশেষভাবে বিবেচনা করছি। আশা করি, ১৯ তারিখে দল ঘোষণা করতে পারব।’
তিনি বলেন, ‘আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় তো দলে থাকবেই। এছাড়া কিছু খেলোয়াড় নিউজিল্যান্ড সফর থেকে ফিরে দেশের মাটিতেও ভালো করতে পারছে না। এটা আমাদের জন্য বড় সমস্যা। এখানে যদি তারা কঠিন পরিস্থিতিতে দলকে জেতাতে না পারে, তাহলে তো সেটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। ঢাকা লিগে সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে ভালো করবে বলে আশা করছি। যে কোনো জায়গায় পারফরম্যান্স করলেই সেটা গুরুত্ব দেয়া হয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com