দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের চন্দ্রসোনার হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম মো. ফজুল হক (২৮)। তিনি পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার তালাবাইর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে এবং আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হাওর থেকে জয়শ্রী গ্রামের জমির মালিক কাজল দাসের বাড়ি ফেরার পথে রাস্তায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি মূলত বাগালো হিসেবে ধান কাটতে নেত্রকোণা থেকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামে কাজল দাসের বাড়িতে আসেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা সেবা দেয়া হয়।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply