বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাংলায় পাল্লা দিয়ে লাভ নেই আগে দিল্লি সামলান : মোদিকে মমতা

বাংলায় পাল্লা দিয়ে লাভ নেই আগে দিল্লি সামলান : মোদিকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক 
পশ্চিমবঙ্গ থেকে একই দিনে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই মমতার বিরুদ্ধে আক্রমণ করে বক্তৃতা দিয়েছেন মোদি। মুখ্যমন্ত্রী মমতাও ছাড় দেয়ার পাত্রী নন। তিনি মোদির উদ্দেশে বলেছেন, ‘বাংলার সঙ্গে পাল্লা নিয়ে কোনও লাভ নেই। আগে দিল্লি সামলান।’
বুধবার রাজ্যের নির্ধারিত দুটি জনসভায় প্রথমটি করেন শিলিগুড়িতে। মোদি বাংলায় বক্তব্য শুরু করে বলেন, ‘শিলিগুড়ির মানুষকে প্রণাম। আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন।’ এরপরই মমতাকে আক্রমণ শুরু করেন মোদি।
তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আপনাদের সমর্থন পেয়ে। শক্তিশালী বিশ্বাসের জন্য আপনাদের এই চৌকিদার বড় বোয়ালদের সঙ্গে যুদ্ধ করতে পারছে। গত পাঁচ বছরে দেশে বিকাশের জন্য আপনাদের সহযোগিতা পেয়েছি। সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’
মমতার বিরুদ্ধে এ অভিযোগ করে মোদি বলেন, তিনি বাংলার বিকাশে স্পিড ব্রেকার হয়ে বাধার সৃষ্টি করছেন। তার পাশাপাশি বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযান নিয়েও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।
মমতা কোচবিহারের দিনহাটায় এক জনসভায় পাল্টা আক্রমণ করে মোদির উদ্দেশে বলেন, ‘বাংলায় ৪২ আসনে একটা তো পেয়ে দেখাও। টাচ মি ইফ ইউ ক্যান। ক্যাচ মি ইফ ইউ ক্যান। বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনও লাভ নেই। আগে দিল্লি সামলা। এগিয়ে যাচ্ছে বাংলা।’
ক্ষমতাসী মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, ‘তোমার রাজত্বে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। বিজেপি লুটেরাদের টিকিট দেয়। অস্ত্র ব্য়বসায়ীদের টিকিট দেয়। আমরা মিথ্যা বলি না, কুৎসা করি না, দাঙ্গা করি না।’
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট পর্ব। সাত দফায় এই ভোটগ্রহণ শেষ হবে ১৯ মে। ফল প্রকাশ হবে ২৩ মে।
নির্বাচিত মোট ৫৪৩ আসনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভার আসন ৪২টি। বর্ধমান লেকাসভায় ৩৪ আসন আছে তৃণমূলের। আসন্ন নির্বাচনে তারা ৪২ আসনেই জয় ছিনিয়ে আনতে চায়।
পশ্চিমবঙ্গে এখন দুটি আসন বিজেপির। তারা এবার ২৩ আসনের লক্ষ্য নিয়ে লড়ছে। বামফ্রন্ট এবং কংগ্রেস নিজেদের মধ্যে কোনও লক্ষ্য নির্ধারণ করেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com