শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সন্ত্রাসী হামলায় আহত কৃষক নেতা আজাদ মিয়ার মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত কৃষক নেতা আজাদ মিয়ার মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা আজাদ মিয়া গত বৃহস্পতিবার রাতে শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মাথার জখম গুরতর হওয়ায় আজাদ মিয়া শঙ্কামুক্ত নন বলে জানিয়েছিলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা।
জানা গেছে হাওরের বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় এলাকার প্রভাবশালীমহল ভাড়া করা সন্ত্রাসীদের দ্বারা আজাদ মিয়ার ওপর হামলা করিয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন। তারা হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত বছর হাওরের অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন আজাদ মিয়া।
আজাদ মিয়ার ভাই আফরোজ রায়হান বলেন, আমার ভাই ফসলরক্ষা বাঁধের কাজে দুর্নীতির প্রতিবাদ করে আসছেন। এতে স্থানীয় প্রভাবশালীমহল তাঁকে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল। আমার প্রতিবাদী ভাইকে তারা মেরে ফেলেছে। আমরা খুনীদের বিচার দাবি করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com