বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
কোরআন হেফজ করলেন ৯০ বছরের বৃদ্ধা!

কোরআন হেফজ করলেন ৯০ বছরের বৃদ্ধা!

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
যুদ্ধ বিদ্ধস্ত ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরার বাসিন্দা হামাদিয়া জায়ায মুসা। তার বয়স এখন ৯০ বছর।
১৯২৯ সালে বসরার দক্ষিণে অবস্থিত আল-মুদাইনায় জন্ম হয় হামাদিয়া জায়ায়ের।
বর্তমানে তিনি ঠিকমতো চোখে দেখতে পান না চলাফেরা করতে সহযোগী লাগে তার। আর এ বয়সে তিনি করেছেন এক বিশ্বরেকর্ড।
এ বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্ত করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন।
একটি আরবীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে হামাদিয়া কোরআন হেফজ করতে সক্ষম হন। ইরাকের ইমাম হুসাইন (রা.) সমাধিস্থলে চালু হওয়া এক কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত যেতেন হামাদিয়া।
তিনি এ প্রশিক্ষণ প্রকল্পের একজন একনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। নিয়মিত অধ্যয়নের ফলে তিনি ৯০ বছর বয়সে কোরআনে হাফেজা হওয়ার অনন্য রেকর্ড করেন।
জানা গেছে, ওই প্রকল্পের অধীনে ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ এখন পর্যন্ত কোরআনে হাফেজ হয়েছেন।
এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই বেশ বয়স্ক। তম্মধ্যে হামাদিয়া জায়ায মুসা একজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com