বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বজ্রপাত ও দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

বজ্রপাত ও দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সারাদেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। জাগো নিউজের প্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় তিন পথচারী প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ওবায়দুল (৯) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সুহিলপুর ও নন্দনপুর এলাকার মাঝামাঝি স্থানে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, বালিয়াকান্দি উপজেলার জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিরোদ কুমার দে (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চারজন এসএসসি পরীক্ষার্থী। বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর-বাঁশকাটা এলাকায় ট্রাকের ধাক্কায় রাজা মিয়া (৬৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন। বুধবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, পাতা কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সুফিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরে ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, রাজৈর উপজেলায় বজ্রপাতে গফুর মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে একটি খালে মাছ ধরতে গেলে বজ্রপাতে তিনি মারা যান। মৃত গফুর মাতুব্বর ইশিবপুর ইউনিয়নের নগরকান্দা গ্রামের হেলাল মাতব্বরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নবীনগর উপজেলায় বজ্রপাতে মঞ্জুর আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু ও দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ইটভাটায় এ ঘটনা ঘটে। মৃত মঞ্জুর আলী নাসিরনগর উপজেলার সোলাকান্দি গ্রামের গোলাপ রহমানের ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com