বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
প্রকল্পে গতি বাড়াতে প্রতিমাসেই বৈঠক করবেন পরিকল্পনামন্ত্রী

প্রকল্পে গতি বাড়াতে প্রতিমাসেই বৈঠক করবেন পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: উন্নয়ন প্রকল্পের মানসম্মত ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। সরকারের আগের মেয়াদের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্পের গতি বাড়াতে প্রতিমাসেই পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট খাতগুলোর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে তিনি। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২২ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিনই পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগগুলোর সচিবদের নিয়ে বৈঠক করেছেন পরিকল্পনামন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. জিয়াউল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ দিলোয়ার বখত, শামীমা নার্গিস ও সুবীর কিশোর চৌধুরী।
পরিকল্পনা কমিশন সূত্র বলছে, রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে পরিকল্পনামন্ত্রী উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন। চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে মানসম্মতভাবে এবং নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তিনি। এক্ষেত্রে প্রতিমাসেই পরিকল্পনা কমিশনের খাতভিত্তিক বৈঠক করবেন তিনি। এছাড়া গ্রামে শহরের সব সুবিধা পৌঁছানের ক্ষেত্রে যেসব প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে, সেগুলোর প্রতি মনোযোগী হওয়ার নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. জিয়াউল ইসলাম এ প্রসঙ্গে সারাবাংলাকে বলেন, ‘উন্নয়ন প্রকল্পের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিমাসেই বৈঠক করবেন পরিকল্পনামন্ত্রী। এসব বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেসব সমস্যা সাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
সিনিয়র এই সচিব আরও বলেন, ‘শহরের সুবিধা কিভাবে গ্রামে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বছরগুলোতে এমন কার্যক্রম বাস্তবায়ন করা হবে যেন মানুষকে আর শহরমুখী হতে না হয়। ফলে শহরগুলোর ওপর চাপ কমে যাবে। গ্রামের মানুষ হাতের কাছেই সব সুযোগ ভোগ করতে পারবেন।’
সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, ‘গতি বাড়াতে নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। যার যার অবস্থান থেকে নিজস্ব দায়িত্ব দ্রুততার সঙ্গে পালনের তাগিদ দিয়েছেন। তিনি নিয়মিত সেক্টরগুলোর সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন। তার এসব উদ্যোগে আশা করছি এডিপির বাস্তবায়ন বাড়বে।’
সূত্র জানায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৭ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৪৯ হাজার ৬৪৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক শূন্য ২ শতাংশ। সে সময় খরচ হয়েছিল ৪৪ হাজার ৩৩১ কোটি টাকা। এডিপির বাস্তবায়ন বিষয়ে এর আগে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, ‘শুধু সংখ্যাগত বাস্তবায়ন নয়, এডিপির গুণগত বাস্তবায়ন চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com