শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাংলাদেশের এখন সুদিন চলছে- পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের এখন সুদিন চলছে- পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার:: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের এখন সুদিন চলছে। আগামীতে এ সুদিনের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকলে লন্ডন আমেরিকার মতো উন্নত রাষ্ট্র কে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন বর্তমান সরকার বাঙালি জাতিয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছে। তিনি বলেন, সরকার জনরায়কে মূল্যায়ন করে জনকল্যানমূলক কাজকে বাস্তবায়নে অগ্রাধিকার দিবে।আগামী ৫ বছর দেশে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরের আমরা ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে গ্রামে বিদ্যালয়, ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য সেবাসহ সকল নাগরিক সুবিধা পৌঁছে দিয়েছি। আগামী ৫ বছরে শহরের মতো সকল সুবিধা গ্রামের মানুষ পাবে। মন্ত্রী এম এ মান্নান আরো বলেন, একটি চক্র ইসলামের নামে বোমাবাজি করে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় এরা ইসলামের শত্রু তাদের বিষয়ে জনগন কে সজাগ থাকতে হবে। অপরদিকে আরেক পক্ষ দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ষড়ষন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তাদের বিষয়ে জনগনকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। জনকল্যানই এ সরকারের মুল লক্ষ্য। তিনি দেশের অগ্রযাত্রায় সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথ জিউর আখড়ায় কেন্দ্রীয় মন্দিরে বার্ষিক নাম যজ্ঞানুষ্ঠানের আলোচনা সভায় ও হবিবপুর এলাকার মরহুম আলহাজ্ব মারফত আলীর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এস কথা বলেন। নামযজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি প্রনয় কান্তি সূত্রধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর মোহন দে এর পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর থানা পরিদর্শক তদন্ত নব গোপাল দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, পূজা উদযাপন পরিষদ সভাপতি সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব বনিক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব,
নামযজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির নেতা হীরা মোহন দে, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ,বিভাস দে, কাজল বনিক, শশী কান্ত গোপ প্রমুখ।

সভার শুরুতে হিন্দু কমিউনিটির নেতারা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে তিনি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে মরহুম আলহাজ্ব মারফত আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এলাকার ছয় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন। প্রয়াতের ছেলে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার এর সভাপতি ইব্রাহীম আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন প্রমুখ। পরে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকান আইএনসি’র উদ্যোগে এলাকার ৬ শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com