বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সাংবাদিক দবির এর সহায়তায় ব্রেইন টিওমার আক্রান্ত ‘সুমি’ এখন নতুন জীবনের স্বপ্ন দেখছে

সাংবাদিক দবির এর সহায়তায় ব্রেইন টিওমার আক্রান্ত ‘সুমি’ এখন নতুন জীবনের স্বপ্ন দেখছে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক বছর আগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয়ের সুমী আক্তার নামের এক স্কুল ছাত্রীর মাথায় ব্রেইন টিওমার হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসহায় সুমির পরিবার দিশেহারা, সুমির মাথার এ অবস্থা দেখে সুমির পরিবার এলাকার স্থানীয় ধনাঢ্য ব্যাক্তিদের দারস্থ হলেও কোন সাড়া পায়নি তারা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাংবাদিকদের বিভিন্ন প্রচার প্রসারের মাধ্যমে স্কুল ছাত্রীর সুমির অবস্থা জানতে পারেন, স্পেন প্রবাসী সাংবাদিক এইচ এম দবির তালুকদার। তিনি সুমি ও তার পরিবারের এই করুন অবস্থা দেখে মানবতার ডাকে সাড়া দেন। দবির তালুকদার সুমির এই করুন অবস্থার কথা জানতে ফোন করেন, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালামকে। সুমির মাথার ব্রেইন টিউমার নিয়ে ঘন্টা ব্যাপী আলোচনা হয় হাজী আবুল কালামের সাথে। এইচ এম দবির তালুকদার হাজী আবুল কালামকে জানিয়ে দিলেন, স্কুল ছাত্রী অসহায় সুমীর পরিবারের পাশে আমি আছি। প্রায় দুই দিনের মাথায় চিকিৎসার জন্য মোটা অংকের অর্থ সহায়তা দিলেন এইচ এম দবির তালুকদার। উনার নিজ গ্রামের মেম্বার নুর উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাইম তালুকদারসহ গন্যমান্য মুরুব্বীগণ অর্থ দান ও সকল ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালামের নিকট, হাজী আবুল কালামের উপজেলা পরিষদের অফিস থেকে স্কুল ছাত্রী সুমির বাবা সুমীর চিকিৎসার জন্য ঢাকায় একটি ভালমানের মেডিকেলে পাটানোর ব্যাবস্থা করেদেন। তারেই সাথে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সুমিকে ঢাকায় পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেন দবির তালুকদার। সহায়তা পেয়ে খুশীতে আত্মহারা সুমীর পরিবার। সুমীর চিকিৎসার জন্য সুমীকে ঢাকা নিয়ে যান তার স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আমীন, ও তার পরিবার ঢাকার একটি মেডিকেলে দীর্ঘ তিন মাস চিকিৎসার পর সুমী ফিরে পেল নতুন জীবন। সুমীর কপালে উদিত হলো আশার আলো। কারন মানুষের জীবনে সব আলো নিমে গেলেও আশার আলো নিমে যায়নি, সুমী এখন সুস্থ নিয়মিত স্কুলে যাচ্ছে এবছর এস এস সি পরিক্ষা দেবে সুমির কারণ গত বছরে অসুস্থ থাকার কারনেই পরিক্ষা দিতে পরেনি সুমি। চিকিৎসায় নিয়ে যাওয়ার পর মেডিকেলে ভর্তি অবস্থায় দবির তালুকদারের যোগাযোগ বন্ধ হয়নি। চিকিৎসা চলাকালীন সময়ে সুমির দ্রুত রোগ মুক্তির জন্য দবির তালুকদার বিভিন্ন ধাপে অনেক আর্থিক সহায়তা করেন। শত প্রতিকূলতার পর সুমী আজ অনেকটাই সুস্থ। সুমী ও তার পরিবারের মনে পড়ে অতিতের কথা, তাদের এই ক্লান্তিলগ্নে যিনি সহয়তার হাত বাড়িয়ে ছিলেন, সুমি ও তার পরিবার ভূলে যায়নি তাকে, সুমির মা জানান, সুমী নিয়মিত কোরঅান তেলাওয়াত ও নামাজ আদায় করে মহান মাবুদের নিকট সুমীর জন্য যারা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, তাদের জন্য দোয়া কামনা করছে। কিন্তু সুমীর মা ভূলে যাননি এইচ এম দবির তালুকদারের কথা। দীর্ঘ এক বছরের উপকারে কথা চিন্তা করে, বিভিন্ন বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আজ রওয়া দেন দবির তালুকদারের সন্ধানে। দু:খের বিষয় যে তার দুসময়ের বন্ধু দবির তালুকদার দেশে থাকেন না সুমীর মা এতোটুকো জানতেন না। দবির তালুকদারের বাড়ী দক্ষিণ সুনামগঞ্জের দূর্গাপুর গ্রামে, আজ সকাল ১০ টায় সুমীর ছোট্ট ভাইটিকে নিয়ে সুমীর মা ছুটে আসেন দবির তালুকদারের সন্ধানে, দীর্ঘ খোজাখুজির পর সন্ধান মেলেনি দবির তালুকদার ও তার বাস ভবনটি কোথায়, তিনি অনেক খোজাখুজির পর চলে যান পাথারিয়া ইউনিয়নের দরগাহপুর গ্রামে সেখানে অনেক মানুষজনকে জিজ্ঞাসার পর কেউ দবির নামের বাসিন্ধা আছে বলে তাদের গ্রামে কারো জানা নেই। পরে একজন মানুষ তার স্পেনে থাকার পরিচয়টি জানতে পেরে সুমীর মাকে, জানিয়ে দিলেন, দবির তালুকদার পশ্চিম বীরগাও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্ধা, তবে তার একটি বাসভবন আছে ছাদিরপুর গ্রামে। হতাশ হয়ে সুমীর মা রওয়ানা দিলেন, দিরাই উপজেলার ছাদিরপুর গ্রামের দবির তালুকদারের বাসভবনের দিকে। ছাদিরপুর বাসটেন্ড আসা মাত্রই পেয়ে গেলেন দবির তালুকদারের বাসভবনটি। বাস ভবনে আসার পর অনেক আলাপ আলোচনার পর দবির তালুকদারের গ্রামের বাসিন্দা ও তাঁর মা, এবং স্ত্রীর সাথে দূসময়ের সাহায্যে দাতা দবির তালুকদারের উপকারের কথা স্বীকার করে, মহান মাবুদের নিকট শুকরিয়া আদায় করেন। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বীদের সাথে আলাপ কালে, সুমীর মা জানান,আমি প্রাণভরে প্রার্থনা করি আপনাদের সন্তান দবির তালুকদার ভাইয়ের জন্য, আমাদের পরিবারের দূঃসময়ে আমাদের মেয়ে সুমির জীবন রক্ষায় রয়েছে যার অশেষ অবদান। আমরা যখন টাকার জন্য অস্থির হয়ে বসে ছিলাম, আমাদের কোন আশা ছিলনা সুমীর জীবন কেমন করে বাচাবো, টিক আমাদের ক্লান্তিলগ্নে যিনি সাড়া দিয়েছিলেন আপনাদের সন্তান দবির তালুকদার। তার আর্থিক সহয়তা ও মহান আল্লাহর হুকুমে আমার মেয়ে সুমী প্রাণ ফিরে পেয়েছে। আজ আমার মেয়ে আমাদের মাঝে অনেকটাই সুস্থ আছে। আমার মেয়েকে জটিল টিওমার নামক ব্যাধি থেকে পরিপূর্ণ সুস্থ হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে। আমি মনে করি দবির তালুকদার ভাই সব চেয়ে বেশী সহায়তা করেছেন। আজ আমরা আনন্দিত আমার মেয়ে আমাদের মাঝে বেচে আছে। আমার মেয়ে সুস্থ হওয়ার পর আমাদের মনে যে আনন্দ পেয়েছি সেই আনন্দে ডুবে যাইনি আমরা, বার বার মনে পরে যে আমার মেয়ে সুমীর জীবন বাচাতে সাহায্যে করেছেন সেই স্পেন প্রবাসী সাংবাদিক এইচ এম দবির তালুকদার ভাইয়ের কথা। আজ আমি সুমীর বাবার নির্দেশে অনেক খোঁজা খোজির পর দবির তালুকদার ভাইয়ের বাস ভবনে আসি। তার অর্থ ও সুপরার্শে আমার মেয়ে সুমীকে জীবন বাচানোর কৃতজ্ঞতা জানাতে। আমি দোয়া করি প্রাণ ভরে আল্লাহর নিকট আমার মেয়ের মাথায় যত গুলী চুল আছে সে পরিমাণ এইচ এম দবির তালুকদার ভাইয়ের হায়াত আল্লাহ বাড়িয়ে দিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com