বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে লেপতোষক কারিগরদের ব্যস্ত দিন পার

দক্ষিণ সুনামগঞ্জে লেপতোষক কারিগরদের ব্যস্ত দিন পার

ছায়াদ হোসেন সবুজ:: হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জে শীতকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ, পাগলা, নোয়াখালী, পাথারিয়া বাজার এলাকার কারিগরেরা।

পূর্ব আকাশে কুয়াশা ঢাকা ম্লান মুখ আর সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিয়ে একরখম পুরোদমেই শুরু হয়েছে শীত। শীতের আগমনকে বরণ করে নেয়েছেন সবাই। শীতের হাওয়া বইতে শুরু করেছে দিকবেদিক। দিনে গরমের সঙ্গে সঙ্গে সন্ধ্যার শুরুতে পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। পরদিন সকাল ৭/৮টা পর্যন্ত কুয়াশা থাকছে। শীতের আগমনীতে লেপ-তোষকের কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন। শীতের আগমনে হালকা পাতলা কাপড় ছেড়ে দিয়ে শীতের ভারি কাপড় গায়ে জড়িয়ে বের হওয়া শুরু করে দিয়েছেন অনেকেই। এদিকে শীতকে সামনে রেখে অনেকেই যারা পুরনো শীত বস্ত্র তুলে রেখেছেন সেগুলো বের করছেন। কেউ কেউ আবার নতুন করে লেপ-তোষক তৈরি করছেন। সবার মনে এখন শীতের জয়গান। গ্রামের নারীরা সংসারের কাজের ফাঁকে পুরনো লেপ কাঁথাগুলো নতুন করে ছেঁড়া শাড়ি-লুঙ্গি দিয়ে জোড়া তালি দিয়ে ব্যবহারের উপযোগী করার জন্য কিছুটা ব্যস্ততা দেখা গেছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারের লেপ-তোষক তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি লেপ ও তোষক তৈরিতে ৫-৬ কেজি তুলা ব্যবহার করা হয়। আকার ভেদে ৭শ’ থেকে দুই হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়। একটি তোষক তৈরি করতে ৮-১৫ কেজি তুলা লাগে, বিক্রি হয় ৬শ’ থেকে ১৫শ’ টাকায়। একটি জাজিম তৈরিতে ৩০-৫০ কেজি লাগে। আকার ভেদে তা বিক্রি হয় ১৫শ’ থেকে চার হাজার টাকায়। ব্যবসায়ীরা জানান, বছরের অন্যান্য সময় মাসে ২-৪ জন তোষক কিনতে আসলেও লেপের চাহিদা একেবারেই থাকে না। শীতের শুরু থেকে অন্তত চারটি মাস লেপ-তোষক বেশি বিক্রি হয়ে থাকে। সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে লেপ। যে কারণে চাহিদার কথা মাথায় রেখে লেপ সেলাই কর্মীদের সংখ্যাও বাড়াতে হয়। শান্তিগঞ্জ বাজারের মাহবুব বেডিং সেন্টারের পরিচালক ও কারিগর আমিরুল ইসলাম জানান,শীতের সময় কাজের বেশি চাপ থাকে। গড়ে প্রতিদিন ৩-৪টি লেপ-তোষক তৈরি করতে পারা যায়। তিনি আরো জানান, গত শীতের তুলনায় বিভিন্ন প্রকার তুলা ও কাপড়ের দাম অনেক বেড়েছে। এ কারণে প্রতিটি লেপ-তোষকে আকার ভেদে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা বেশি খরচ পরছে। খরচ বাড়লেও এখন লেপতোষক তৈরির ধুম চলছে। আগের মত এখন আর বসে সময় কাটানোর সময় নাই। এখন প্রতিটামুহুর্তই কর্মময়। আশা করছি লেপ তোষক বিক্রি করে গত বছরের তুলনায় লাভবান হব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com