শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের ১১ ব্যাটসম্যানই

রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের ১১ ব্যাটসম্যানই

স্পোর্টস ডেস্ক::
বাঁধিয়ে রাখার মতো একটা স্কোরকার্ড। টেস্টে বাংলাদেশের এক ইনিংসে ১১ ব্যাটসম্যানের কেউই আউট হননি দশের নিচে! এমনটা আগে কখনও দেখেছেন? না দেখলে মিরপুর টেস্টের স্কোরকার্ডটা দেখে নিন। কেননা এমন ইতিহাসের সাক্ষী হওয়াও ভাগ্যের ব্যাপার।
টেস্ট মর্যাদা পাবার পর এমন ঘটনা এবারই প্রথম ঘটলো বাংলাদেশের। দলের ১১ ব্যাটসম্যানের সবাই দশের বেশি রান করলেন। অর্থাৎ ছুঁলেন দুই অংকের কোটা। এর মধ্যে তিন অংক ছুঁয়েছেন কেবল একজন, মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি করেন ১৩৬ রান।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এমন ঘটনা প্রথমবারের হলেও বিশ্ব ক্রিকেটে ঘটেছে আরও ১৩ বার। ১৪তম দল হিসেবে বিরল এই রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা।
দলের ১১ ব্যাটসম্যানের ব্যাটিং অবদানে প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। যে সংগ্রহের পথে টেল এন্ডারদের নিয়েই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ।
ক্যারিয়ারে নিজের ২য় সেঞ্চুরি পেতে মাহমুদউল্লাহকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৮ বছর। সেখানে ১ ম্যাচ বিরতি দিয়েই তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com