বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে মুশফিকের জন্য সুসংবাদ

ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে মুশফিকের জন্য সুসংবাদ

স্পোর্টস ডেস্ক 
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঢাকা টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ম্যাচের প্রথম ইনিংসে খেলা ২১৯ রানের ইনিংস মুশফিক ভেঙেছেন রেকর্ড, কিছু রেকর্ড গড়েছেন নতুন করে।
সেসব সুখস্মৃতি সাথে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবেন মুশফিক। এর সাথে নতুন করে যোগ হলো আইসিসির তরফ থেকে পাওয়া এক সুসংবাদ। ঢাকা টেস্টে রেকর্ডগড়া ২১৯ রানের ইনিংস খেলার পর প্রকাশিত সবশেষ আইসিসি র্যাংকিংয়ে, টেস্ট ব্যাটিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গিয়েছেন মুশফিক।
জিম্বাবুয়ে সিরিজের সমাপ্তির পর আজ (২০ নভেম্বর) প্রকাশিত হালনাগাদকৃত র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক, উঠে এসেছেন ১৮ নম্বরে। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে নিজের ক্যারিয়ার সেরা ২১ নম্বরে উঠেছিলেন তিনি। বর্তমানে মুশফিকের রেটিং পয়েন্ট ৬৩২।
মুশফিক এগুলেও ইনজুরির কারণে সবশেষ সিরিজ খেলতে না পারা সাকিব পিছিয়ে গিয়েছেন চার ধাপ। বর্তমানে অবস্থান করছেন ২৪ নম্বরে। বোলিং র্যাংকিংয়েও তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে চলে গিয়েছেন সাকিব। অলরাউন্ডার র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেও খুইয়েছেন ৬টি রেটিং পয়েন্ট। সাকিবের বর্তমান অলরাউন্ডার রেটিং ৪০৩, দুইয়ে থাকা রবিন্দ্র জাদেজার ঝুলিতে রয়েছে ৪০০ পয়েন্ট।
ব্যাটিংয়ে যেমন সুখবর পেয়েছেন মুশফিক, তেমনি বোলিংয়ে এগিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। দুজনই উঠে গিয়েছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে। তিন ধাপ এগিয়ে এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তাইজুল। তার রেটিং ৫৯৫। সাত ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে আসা মিরাজের রেটিং পয়েন্ট ৫৮০।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com