বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি প্রয়াণ দিবস পালন

ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি প্রয়াণ দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় শহীদ জগৎজ্যোতি দাসের ৪৭তম প্রয়াণ দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ৷ এ উপলক্ষে শুক্রবার সকাল ৮.০০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে মৌন র্যালি শেষে মুক্তিযুদ্ধে নিহত কলেজের চারজন শহিদের নামে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা৷ পুষ্পস্তবক অর্পণ শেষে জগৎজ্যোতি দাসসহ সকল বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷

অতঃপর কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই সরকারের পরিচালনায় আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি নুরজাহান ছাদেক নূরী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, শহর সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের সহ-সভাপতি বিমান দাস রাজীব, সাংগঠনিক সম্পাদক আল আমীন, দপ্তর সম্পাদক কৃষ্ণপদ দাস, ছাত্র ইউনিয়ন নেতা পিন্টু ভট্টাচার্য, অমিয় প্রমুখ৷
এসময় বক্তারা বলেন, ‘শহিদ জগৎজ্যোতি দাস তাঁর শ্রেষ্ঠতম সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য৷ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্র ইউনিয়ন এভাবেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটাতে সদা প্রস্তুত রয়েছেন৷’

তারা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, ঘোষিত প্রথম বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাসকে বর্তমান প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে৷’ এ ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতাকর্মীরা৷

প্রেস বিজ্ঞপ্তি 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com