শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সিলেটে বিএনপির ‘গণঅনশন’

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সিলেটে বিএনপির ‘গণঅনশন’

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেও গণঅনশন কর্মসূচি করেছেন দলটি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত কর্মসূচি চলে। পরে বিএনপি নেতাকর্মীদের অনশন কর্মসূচি ভাঙান বিএমএ’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান শামীম।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এম এ হক।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফীন জিল্লুর, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি আবদুস সাত্তার, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএপির সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন, মহানগর ছাত্রদল সহ-সভাপতি আব্দুল হাসিব, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ। অনশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি উসমান গণি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. ফখরুল হক, তথ্য ও প্রকাশনা সম্পাদক এড. আল আসলাম মুমিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, মহানগর বিএপির সেচ্ছাবিষয়ক সম্পাদক হাবিব হোসেন শিলু, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ললিক আহমদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, হাবিবুর রহমান হাবিব, শাহ নেওয়াজ বক্ত তারেক, আমিন উদ্দিন আহমদ, কয়েছ আহমদ সাগর, আজির উদ্দিন আহমদ, মো. মখলিছ খান, শাহিবুর রহমান সুজান, বাবর আহমদ, লিমন আহমদ, লুৎফুর রহমান, ময়নুল হক স্বাধীন, আলমগীর হোসেন, মামুন আহমদ মিন্টু, মাছুম রাজ্জাক রুমেল, নজরুল ইসলাম, মো. মকবুল হোসেন, মঈন উদ্দিন, জামিল আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক শামীম, কয়েছ আহমদ, জামাল খান, নাসির উদ্দিন রহিম, ইছহাক আহমদ, আব্দুল মুকিত, রনি পাল প্রমুখ।
অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ. হক বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় ফরমায়েসী সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখার যে অশুভ পায়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তা শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে সফল হতে দেবে না। সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তি দাবী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবী জানান।
বক্তারা কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান সহ কারাবন্দি সকল নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন। একই সাথে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সভাপতি অসুস্থ্য নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক সহ ৮২জন নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা করেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান।
চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের দিন সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com