বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম বাবার বয়সী মুখ্যমন্ত্রীর

আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম বাবার বয়সী মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক 
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। রাজনন্দগাঁও কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় রমন সিংয়ের পাশেই ছিলেন যোগী আদিত্যনাথ। রমন সিংয়ের বয়স ৬৬। যোগী আদিত্যনাথ তার থেকে অন্তত ২০ বছরের ছোট।
রাজনীতির জগতেও প্রবীণ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী। পরপর তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। ছাত্রাবস্থায় ১৯৭০-এর দশকের শুরুর দিকে ভারতীয় জনসংঘে যোগ দেন রমন সিং। ১৯৭৬-৭৭ সালে যুব শাখার সভাপতিও হয়েছিলেন।
এদিকে যোদী আদিত্যনাথের জন্ম ১৯৭২ সালে। রমন সিং হলেন বর্তমান সময়ে টানা মুখ্যমন্ত্রী থাকাদের মধ্যে চতুর্থ ব্যক্তি। এ ব্যাপারে প্রথম স্থানে রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং, দ্বিতীয় মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহাওলা এবং তৃতীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
অন্যদিকে ৪৬ বছর বয়স্ক যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সবে মাত্র বছর দেড় বছর পার করেছেন। গোরক্ষপুর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এইভাবেই সম্মান জানানো হয়।
Sumit Mishra
@_SumitMishra
This is the amount of Respect Mahant
@myogiadityanath has among even in political circle. #RamanSingh touches the feet of Yogi ji twice before his nomination.
2:11 AM – Oct 23, 2018
31 23 people are talking about this
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ গ্রহণের সময় অনেক বিজেপি নেতাকেই দেখা যায় যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। এমন কী যোগীর সামনে নতজানু কোবিন্দের ছবিও দেখা গিয়েছিল।
দুই মুখ্যমন্ত্রী রাজনন্দগাঁও-এ জনসভা করেন। ২০০৮ ও ২০১৩ সালে এ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন রমন সিং। এবার রমন সিংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা।
ছত্তিশগড়ে প্রথম দফায় নির্বাচন ১২ নভেম্বর। ওই দিন বাকি ১৭ আসনের সঙ্গে মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁওতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজ্যের বাকি ৭২টি আসনে নির্বাচন হওয়ার কথা ২০ নভেম্বর। নির্বাচনের ফল ঘোষণা ১১ ডিসেম্বর। একই দিনে ফল ঘোষণা হবে মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com