শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
মশার কয়েল, মারাত্মক সাস্থ্য ঝুঁকির কারণ

মশার কয়েল, মারাত্মক সাস্থ্য ঝুঁকির কারণ

ফয়সল আহমদ

আমরা অনেকেই বলি আমি ধুমপান করি না যতটুকু সম্ভব আমরা ধুমপান এড়িয়ে চলি, কিন্তু ধুমপান না করেও আমরা ধুমপানের চেয়েও মারাত্মক ক্ষতিকারক উপাদান মশার কয়েল বাসা বাড়িতে দৈনিক ব্যবহার করছি নির্দ্বিধায়। যারা ধুমপান করে তারা মূলত বাড়ির বা রুমের বাহিরে গিয়ে করে যেখানে ছোট বাচ্ছাদের উপস্থিতি নেই, এতে অনেক ক্ষেত্রে একজন ধুমপায়ীর শুধু নিজের ক্ষতিই হয়, কিন্তু একটা রুমে বা ঘরে যখন মশা তাড়াতে কয়েল জালানো হয় তখন পরিবারের ছোট বাচ্ছা সহ সবাই এর ক্ষতিকর প্রভাবে প্রভাবান্বিত হই, যার কুফল আমরা সাথে সাথে পাইনা বিধায় বুঝতেও পারি না যে আমাদের বিভিন্ন মারাত্মক রোগের পেছনে যে মশার কয়েলই দায়ী। একটা সিগারেটের মধ্যে যে পরিমান ক্ষতিকর উপাদান থাকে তার চাইতে কয়েক শতগুণ বেশি থাকে মশার কয়েলে কারণ এতে বিষাক্ত পদার্থ ব্যবহার করা হয়। আমাদের সামনে ধুওয়ার বিষক্রিয়ায় যখন মশা মরতে থাকে তখন আমরা বেশ আনন্দিত হই কিন্তু সাথে সাথে যে আমরা আমাদের ফুসফুসটাকে ক্ষতবিক্ষত করছি তা খেয়ালই করি না। অনেক ক্ষেত্রে নবজাতকের সামনেও আমরা মশার কয়েল দিয়ে মশা থেকে সেইফটি দেই, কয়দিন পর তার যখন শ্বাসকষ্ট রোগ হয় তখন আমরা বলি ঠান্ডা লেগেছে কিন্তু তা যে মশার কয়েল থেকেও হয়েছে তা গুনাক্ষরেও আমরা চিন্তায় আনি না। আমরা বড়রাও শ্বাসকষ্ট রোগে ভোগী যার জন্য দায়ী করি সিগারেটের অভ্যাসকে, কিন্তু আমি বলব এর পেছনে মশার কয়েল দায়ী হবে সর্বাগ্রে। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বিষয়টা অবলোকন করেছি বিধায় জনসচেতনতা তৈরীর জন্য তাগীদ অনুভব থেকে লিখা। আমি লক্ষ করেছি মশার কয়েল জালিয়ে কিছুক্ষণ রুমে থাকার পর সর্দি বা শ্বাসকষ্ট অনুভুত হয়। পরে আমি রিয়ালাইজ করলাম যে মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে গিয়ে নিজেই নিজের ফুসফুসটাকে ধ্বংস করে ফেলছি। আপনিও একবার হলেও রিয়ালাইজ করার চেষ্টা করবেন, অনুরোধ থাকল। যতটুকু সম্ভব হয় মশার কয়েল ব্যবহার পরিহার করুণ, নিজে সেইফ ও সতর্ক হোন এবং আপন জনের সুস্বাস্থ্যের জন্য সচেতনতামূল পদক্ষেপ নিন।

পরামর্শ : * মশা থেকে বাছতে সন্ধা নামার পূর্বেই ঘরথেকে মশা তাড়িয়ে দরজা – জানালা ভাল করে বন্ধ করুন,
* প্রয়োজনে রুমে কয়েল জালিয়ে বেড়িয়ে পড়ুন, কিছুক্ষণ পড় ফ্যান দিয়ে ধুওয়া বেরকরে রুমে প্রবেশ করুন,
* এরোসল ব্যবহারের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন,
* আর মশার ঔষধ মশারী এর কোন বিকল্প নাই, সবাই মশারী অবশ্যই ব্যবহার করতে পারেন,
* আরও যদি পরিবেশ বান্ধব কোন পদ্ধতি জানা থাকে ব্যবহার করতে পারেন,
তবে অবশ্যই মশার কয়েল ব্যবহারে সতর্ক হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com