শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
নগরে ইউনাইটেড ব্লাডগ্রুপ সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নগরে ইউনাইটেড ব্লাডগ্রুপ সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :: ‘রক্ত দিয়ে বাঁচাবো প্রাণ দৃঢ় মোদের এই শ্লোগান’ নিয়ে গঠিত সামাজিক সংগঠন ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) নগরের একটি অভিজাত হলরুমে সিসিকের বর্তমান ও সাবেক মেয়রকে নিয়ে কেক কাটেন সংগঠনের দায়িত্বশীলরা।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রক্ত কণিকা’ নামক এক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়।

এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি সৈয়দ আমিন হকের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য সৈয়দ দিনার আহমদ এবং রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ(অব.), ডা. সৈয়দ শহীদুল ইসলাম, ডা. মাহমুদুল মজিদ চৌধুরী শাহিন, হাজী মো. আবুল বশর, মাওঃ মোছাদ্দিক অাহমদ, ডা. সৈয়দ নাফি মাহদী, ডা. সৈয়দ তানভীর প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের সাবেক সভাপতি মো. আবু তারেক, সৈয়দপুর যুব পরিষদ সিলেট এর সাবেক সমন্বয়কারী মির্জা আবুল বরাত, সৈয়দ শফিকুল ইসলাম, মো. মিজান কোরেশী, সাবেক উপ-সমন্বয়কারী (অর্থ) সৈয়দ মোহাদ্দিস আহমদ, সৈয়দ শাকির আহমদ, দ্যা লাইট ইউ.কের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হেলাল আহমদ, সৈয়দ সিফাত আহমদ, মুহিবুর রহমান সুহাইব।

ইউনাইটেড ব্লাড গ্রুপের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মো. তোফায়েল আহমদ, হাফিজ সৈয়দ রায়হান, সৈয়দ তাহমিদ সিদ্দিকী, সৈয়দ জীবান,সুবের খাঁন, মির্জা রিপন৷

প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ মিলন মিয়ার স্বাগত বক্তব্য শেষে ইউনাইটেড ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাকাল থেকে কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাকাল আবেদীন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরঅান তেলাওয়াত করেন মাওলানা নাছির।

অনুষ্ঠান শেষে রক্তদানে বিশেষ অবদান রাখায় সেইফটি স্যোসাল অর্গেনাইজেশন, স্বপ্ন রক্তদান এবং সমাজকল্যাণ সংস্থা, সৈয়দপুর যুব পরিষদ সিলেট, স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা সহ ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেটের রক্তদাতা সদস্যদের সম্মাননা প্রদান করা হয় । বর্ষপূর্তিতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

গেল বছরের ২১শে সেপ্টেম্বর মুমূর্ষু রোগীদের কাছে রক্ত পৌঁছে দিতে ১৮জন উদ্যমী তরুণ মিলে গঠন করেন ‘ইউনাইটেড ব্লাড গ্রুপ সিলেট।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com