শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের ৫৭তম শিক্ষা দিবস পালন

সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের ৫৭তম শিক্ষা দিবস পালন

স্টাফ রিপোর্টার :: শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা দিবসের ৫৭তম বার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ৷ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়৷ ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে নিহত শহিদ বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সল আহমদ এর সভাপতিত্বে এবং স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক দুর্যোধন দাস দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রইসুজ্জামান, সরকারি কলেজ সংসদের যুগ্ম-আহবায়ক নিমাই সরকার, সদস্য সচিব মনির হোসেন দুর্জয়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংসদের আহবায়ক ছায়াদ হোসেন সবুজ, জেলা সংসদের সদস্য আল-আমিন, কৃষ্ণপদ দাস, শেখ রিফয় আহমেদ প্রমুখ৷

এসময় বক্তারা বলেন- দীর্ঘ ৫৭ বছর কেটে গেলেও এখন পর্যন্ত শিক্ষা দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হয় নি৷ এই ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তারা দিবসটিকে জাতীয়ভাবে শিক্ষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com