শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাস কাড়ল লেগুনার ৬ যাত্রীর প্রাণ

বাস কাড়ল লেগুনার ৬ যাত্রীর প্রাণ

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের চকরিয়া বরইতলী রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরইতলী রাস্তার মাথা নতুন পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ টিএসআই খলিলুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ম্যাজিক গাড়ির চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকার খায়ের আহমদ (৪০), চকরিয়ার হারবাং পাহাড়তলীর সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭) ও হারবাং দক্ষিণ পাড়ার মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩১)। বাকিদের নাম-পরিচয় তৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ জন আহত হয়েছেন। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের টিএসআই খলিলুর রহমান জানান, স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫০৬৩৮) কক্সবাজারমুখী বাসটি মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তারমাথা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ম্যাজিক গাড়ির (ন-১৬-৬৪৬৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ম্যাজিক গাড়ির এক নারী যাত্রী মারা যান। এই গাড়ির বাকি আরও ৮-১০ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে সরকারি হাসপাতালে চালকসহ চারজন এবং ইউনিক হাসপাতালে আরও একজন মারা যান। একই ঘটনায় স্টার লাইন বাসের ১০-১৫ যাত্রী কম বেশি আহত হয়েছেন। তাদেরকেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com