শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
এটা ছেলেদের পরিশ্রমের ফল : বাংলাদেশ কোচ জেমি

এটা ছেলেদের পরিশ্রমের ফল : বাংলাদেশ কোচ জেমি

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সাফ চ্যাম্পিয়নশিপে আগের ৯ ম্যাচে যেখানে বাংলাদেশের মাত্র একটি জয় সেখানে ঘরের মাঠে পরপর দুটি। অনেক দিন পর বাংলাদেশের ফুটবলে মধুময় সময়। এশিয়ান গেমসে স্মরণীয় ফলাফলের পর সাফ নিয়ে মানুষের মনে প্রত্যাশার যে বাতি জ্বলেছে তা এখন পর্যন্ত বাড়িয়েই যাচ্ছেন ফুটবলাররা। যার হাত ধরে এমন সাফল্য সেই ইংলিশ কোচ জেমি ডে’র মুখেতো চওড়া হাসি থাকবেই।
পাকিস্তানকে হারানোর পর গোলদাতা তপু বর্মনকে নিয়ে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে আসলেন জেমি ডে। মুখে হাসি, হাসছিলেন তপু বর্মনও। শুরুতেই স্থানীয় গণমাধ্যমকর্মীরা কোচ এবং গোলদাতাকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। তারপর ম্যাচের প্রতিক্রিয়া শুরু করলেন কোচ।
অসাধারণ এ জয়ের সব কৃতিত্ব ছেলেদেরই দিলেন কোচ ‘ছেলেরা সুন্দর খেলেছে। তাদের ফিটনেস ভালো ছিল। তারা অনেক পরিশ্রম করেছে। তার ফলও পেয়েছে।’ তবে ইরানি রেফারির ওপর কিছুটা ক্ষোভও ছিল বাংলাদেশ কোচের, ‘রেফারি আমাদের একটি পেনাল্টি দেয়নি।’
গোলদাতা তপু বর্মন বলেছেন, ‘গোল করে ম্যাচ জেতাতে পেরে আমি অনেক খুশি। এ জয়টা অনেক প্রয়োজন ছিল আমাদের। ৯ বছর পর আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হলো। কঠোর পরিশ্রমে জন্য এ জয় সম্ভব হয়েছে। পরের ম্যাচে আরও পরিশ্রম করবো।’
গোল পেতে কষ্ট হওয়া প্রসঙ্গে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন বলে, ‘ওরা অনেক লম্বা ও শক্তির দিক থেকে এগিয়ে। জয় পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। প্রথমার্ধে গোল না পাওয়ায় কোচ বলেছিনে- তোমরা ওয়ার্ক করতে থাকো। একসময় তারা দুর্বল হয়ে যাবে। তোমরা গোল পেয়ে যাবে। আমরা সেই পরিকল্পনা মতো খেলেছি। তার ফলও পেয়েছি শেষ সময়ে এসে।’
গোলের পর উদযাপনে মুক্তিযুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা প্রসঙ্গে তপু বর্মন বলেন, ‘আসলে আমার প্ল্যান ছিল যদি গোল করতে পারি তাহলে জার্সি খুলবো। আর ওই সময় ওয়ালি ভাই (ওয়ালি ফয়সাল) বলেন গুলির ভঙ্গি করতে। আমি করেছি।’
পাকিস্তান কোচ নোগেইরা ম্যাচের পর বলেছেন, ‘ম্যাচটি দুই দলের জন্যই ফিফটি ফিফটি সুযোগ ছিল জেতার। আমার ছেলেরা ভালো খেলেছে। গোলটি হয়েছে অপ্রত্যাশিতভাবে। বাংলাদেশ হোম টিরে সুবিধা পেয়েছে। বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার সাদ উদ্দিন অনেক দারুণ খেলেছে। জামালকে ব্লক করেছিলাম। বারবার কাউন্টার অ্যাটাক করে ফল পেয়েছে। কোচ বেশ দক্ষ।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com