শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জনসেবক হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই-ডিসি মোঃ আব্দুল আহাদ

জনসেবক হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই-ডিসি মোঃ আব্দুল আহাদ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, আমি সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নয় আপনাদের সেবক হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে,তিনি আরো বলেন,আপনাদের সুনামগঞ্জের মানুষের ভাগ্য খুবই ভালো আপনারা এই সুনামগঞ্জে অনেক গুনীজন পেয়েছেন যাদের বদৌলতে সুনামগঞ্জের এত সুনাম। তাই আসুন এই সুনামগঞ্জের উন্নয়নে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি, নিরাপদ সড়ক বাস্থবায়নে সরকারের পাশাপাশি সবাই সচেতনতা অবলম্বন করি এবং দক্ষ জনবল বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করি। আর সুনামগঞ্জের উন্নয়নকে অব্যহত রাখতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।

সোমবার বিকাল ৩ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা এফআইভিডিবির মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের ভিশন ২০২১,এসডিজি-২০৩০ ও নিরাপদ সড়ক বিষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসফি উল্লার সভাপতিত্বে ও উপজেলার রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এসিলেন্ট সামসাদ বেগম,ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান,ট্রাফিক ইন্সপেক্টর রমজান আলী মিয়া,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম,সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন,জয়কলস ইউনিয়িন চেয়ারম্যান মাসুদ মিয়া,শিমুলবাক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক,পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন,দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দিন,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমেদ,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, প্রতিমন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলিপ কুমার,উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র কুমার,উপজেলার গাজীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায়,সুনামগঞ্জ ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পল্লি বিদুৎ এর পরিচালক ফরিদুর রহমান ফরিদ,আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও উপজেলার বিভিন্ন দপ্ততরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরান থেকে তিলাওয়াত করেন হাফিজ শাকির আহমেদ ও গীতা থেকে পাঠ করেন আশিস চক্রবর্তী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com