বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরের রসুলগঞ্জ বাজারে স্বেচ্ছাসেবক লীগের শোক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরের রসুলগঞ্জ বাজারে স্বেচ্ছাসেবক লীগের শোক সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক ::
বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ ২ নং পাটলী ইউনিয়ন শাখার উদ্যোগে রোববার বিকেল ৪ ঘটিকায় স্থানীয় রসুলগঞ্জ বাজার প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদাত বরণ কারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি সম্পাদক শাহ্ শাহীন মিয়া সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সেলিনুর রহমান সেলিম। সভায় ৭৫ এর ১৫ ই আগস্ট শাহাদৎ বরণ কারীদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের মানচেষ্টার সিটি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল কাহার রাসেল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, হাবিবুর রহমান হাবিব। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহির আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ কয়েছ মিয়া, জয়নুল আহমেদ কোরেশী, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মখলুছ মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ মিয়া, স্বেচ্ছা সেবকলীগ নেতা গোলাম কিবরিয়া কাশেম, মোঃ সাবাজ মিয়া, আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন আহমেদ তাজ, ইউ/পি যুবলীগ নেতা মোঃ আনা মিয়া, মোঃ সুনা মিয়া, ইউ/পি স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন আহমদ, মুক্তাদির হোসেন, এমদাদ চৌধুরী, আলতাব খান, আল-আমিন, কামরুল ইসলাম, রিপন মিয়া, সায়েল মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালী জাতির বেদনার মাস, এই মাসে বারবার জাতি স্বত্ত্বার উপরে আঘাত করে পরাজিত শক্তিরা। তাই আমাদেরকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুবা পরাজিত শক্তিরা স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিঘিœত করবে। সভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়ে আগস্ট মাসের প্রতিটি কর্মসূচিকে সর্বস্থরের নেতাকর্মীদের সহযোগিতার প্রত্যশা ব্যক্ত করেন। সভা শেষে ১৫ আগস্ট শাহাদৎ বরণ কারীদের স্বরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মোমিন চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com