শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সৎ মা ও বাবার নির্যাতনের ভিডিও ভাইরালে জৈন্তাপুরে তোলপাড়

সৎ মা ও বাবার নির্যাতনের ভিডিও ভাইরালে জৈন্তাপুরে তোলপাড়

নাজমুল ইসলাম, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি- সিলেটের জৈন্তাপুরে ৮ আগষ্ট বুধবার ২সন্তানের জনক শারীরীক প্রতিবন্ধিকে অমানবিক নির্যাতন এবং শিকল দিয়ে গাছের সাথে তালা মেরে বেঁধে রাখার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। শারিরিক প্রতিবন্ধি মোঃ আমিন উদ্দিন(৩২) নির্যাতনের দৃশ্য দেখে কঠোর শাস্তির দাবী করে সচেতন মহল। অপরদিকে নির্যাতনের এমন দৃশ্য দেখে উপজেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। ৯আগষ্ট সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রাম হতে আমিন উদ্দিনের চাচা সামসুদ্দিনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা সমাজসেবা অফিসার একেএম আজাদ ভূইয়া। পরে সমাজসেবা অফিসারের তত্তাবধানে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমিনকে ভর্তি কর হয়। এদিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ.এস.আই তাজুল ইসলাম খারুবিল গ্রামের নিজবাড়ী হতে নির্যাতনকারী সৎ মা ও বাবা কে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। আটককৃতরা হল জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রামের কালা মিয়ার ছেলে আজির উদ্দিন(৬০), আজির উদ্দিনের স্ত্রী হোসনেয়ারা বেগম(৫০)। এদিকে আমিন উদ্দিনের মামা নুরুল হক বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির বলেন- ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পর আমরা স্বউদ্যোগে নির্যাতনকারীদের গ্রেফতার করি।

অভিযোগ পাওয়ার পর পর আইন মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করা হবে।  অপরদিকে নির্যাতিত প্রতিবন্ধি মোঃ আমিন উদ্দিন উদ্ধারের খবর পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত প্রতিবন্ধির খোঁজ খবর নিতে ছুটে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, মোঃ এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, মোঃ আব্দুর রশিদ, মোঃ আমিনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলির, সমাজসেবা কর্মকর্তা আলতাফুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। তারা আমিন উদ্দিনের সুচিকিৎসার জন্য কোন প্রকার ত্রুটি না হয় সে জন্য আবাসিক মেডিকেল অফিসারকে তদরকির নির্দেশ দেন। অপরদিকে আমিন উদ্দিনের যাবতীয় চিকিৎসার ব্যায় ভার গ্রহন করেছে জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com