বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জৈন্তাপুরে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরীবিক্ষণ উপজেলা কমিটির সভা

জৈন্তাপুরে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরীবিক্ষণ উপজেলা কমিটির সভা

নাজমুল ইসলাম, জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত তথ্য অধিকার বাস্তবায়ন ও পরীবিক্ষণ উপজেলা কমিটির প্রথম সভা জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তা মায়ের গর্বিত সন্তান তথ্য কমিশন ঢাকা মাননীয় সচিব মোঃ মুহিবুল হোসেইন।

প্রধান অথিতির বক্তব্য তিনি বলেন ২০০৯ সালে তথ্য অধিকার আইন সংসদে পাশ হয়। এ আইন সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি অফিসে তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগনকে জনসচেতনতা মূলক কার্যক্রমে জনগনকে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে এটা তার সাংবিধানিক মৌলিক অধিকার। জীবন মান সাজানোর জন্য তথ্য জানা প্রতিটি নাগরিকের প্রয়োজন। সামগ্রীক দিক বিবেচনা করে তথ্য জানতে আগ্রহী ব্যক্তিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের ক্ষতি সাধিত হয় এসকল বিষয় মাথায় রেখে তথ্য চাওয়া ব্যক্তিকে তথ্য সরবরাহ করতে হবে। তথ্য পাওয়ার পর ঐ ব্যক্তি তা জনসম্মুখে কিংবা ইলেক্ট্রনিক্স, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্রকাশ করলে তাহার বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করা যাবে না। এজন্য সবার আগে আমাদের নিজেদেরকে সৎ হতে হবে। সুখী সুন্দর সোনার বাংলা গড়ার লক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও কাজে লাগার আহবান জানান প্রধান অতিথি।

গতকাল ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয় মতি রানী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাদক্ষ্য শাহেদ আহমদ, উপজেলা সমাজ সেবা অফিসার একেএম আজাদ ভূইয়া, আবসিক মেডিকেল অফিসার সুবল চন্দ্র বর্মণ, বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, দ্ররিদ্র বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য গোলাম সরওয়ার বেলাল, এনজিও প্রতিনিধি তাছলিমা আক্তার, তামান্না আহমেদ, হাফসা খানম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com