শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা জাদুঘর ও লাইব্রেরীর উদ্বোধনে জেলা প্রশাসক

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা জাদুঘর ও লাইব্রেরীর উদ্বোধনে জেলা প্রশাসক

এম এ মোতালিব ভূইয়া:: সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৃণমূলে ব্যাপক উন্নয়ন সাধিত করছেন। উন্নয়নে নারীদের অংশগ্রহণসহ সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

স্থানীয় সরকার অবকাঠামোকে আরো গতিশীল ও শক্তিশালী করতে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বোগলাবাজার হতে সীমান্ত এলাকা পর্যন্ত সড়ক সংস্কার করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ গুলো শীগ্রই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ‘ইউনিয়ন পরিষদের সম্ভাবনা, সমস্যা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ইউপি সচিব এ কে এম রুহুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সহকারী কমিশনার (গোপনীয) মনজুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, গভর্নিংবডির সভাপতি মো. মিলন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, বোগলাবাজার ইউনিয়ন কমান্ডার আব্দুল কাদির, ময়না মিয়া তালুকদার, ইউপি সদস্য জসিম উদ্দিন, আকবর আলী, মনিরুজ্জামান নান্টু, আব্দুল ওয়াদুদ ভুঁইয়া প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম মুক্তিযোদ্ধা জাদুঘর ও লাইব্রেরী উদ্বোধন করেন। ইউনিয়ন অফিসের সামনে বৃক্ষ রোপ্নরোপন করেন।বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও ইউপি সচিব এ কে এম রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন বাজী রেখে এই দেশকে স্বাধীন করেছিল সেই সব বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে প্রতিটি ইউনিয়নে জাদুঘর ও লাইব্রেরী স্থাপন করা প্রয়োজন।

তিনি সুনামগঞ্জ জেলাকে মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির উর্বর ভূমি হিসাবে আখ্যায়িত করে জাদুঘরকে প্রাণবন্ত করে গড়ে তুলতে মুক্তিযোদ্ধার স্বপক্ষের সকলকে আহ্বান জানান। এছাড়াও তিনি জাদুঘর ও লাইব্রেরীতে মহান মুক্তিযুদ্ধের বই, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের ছবি, ৭ বীর শ্রেষ্ঠের ছবি, বোগলাবাজার ইউনিয়নের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগনের ছবি, তাদের ব্যবহৃত কিছু জিনিস ও কাপড় সংরক্ষণ করার আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com