বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত:প্রবাসীর উদ্যোগে শান্তির আশ্রয় পেল একাধিক পরিবার এই অশান্তি আর ভাল্লাগে না, ক্ষোভ ঝাড়লেন মাহি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন শান্ত ঢাকাসহ ৪ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ ভরদুপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি করে-গলা কেটে হত্যা আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শান্তিগঞ্জের ছেলে নয়ন শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আজ পহেলা বৈশাখ,নতুন বছর বরণের দিন,বাঙালির উৎসবের দিন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
তরুণ কবি- ফজলে রাব্বির পাঁচটি কবিতা

তরুণ কবি- ফজলে রাব্বির পাঁচটি কবিতা

(১) জীবন সংসার
————————————-
ঈদ এসেছে,
আগের মতো আর
যাওয়া হয় না গাঁয়ে,
শহর-বন্দরের কোলাহলে
আজ নির্জীব যেন প্রাণ।
দেখা হয় না আর মা-বাবার
পথটি চেয়ে বসে থাকা,
কিংবা ফেলে আসা
স্মৃতি বিজড়িত গ্রামটাকে।
আজ আর যাওয়া হয় না ব্যস্ততার বেড়াজালে, সংকীর্ণ জীবন যখন
ছোট্ট বাতায়নে।
আসলে আমি এক
গাড়ির ড্রাইবার,
বসকে নিয়ে যেতে হবে
ঈদের নামাযের ময়দানে।
আমারতো আর যাওয়া হলো না,
হলো না যাওয়া ঈদে গাঁয়ে,
শত ব্যস্ততার বেড়াজালে।
আমি নির্জীব চোখে
দাঁড়িয়ে রইলাম ব্যস্ত আর কোলাহলের
ঐ নগরটাতে।
আমি আসবো মা আসবো
কোনো এক ঈদে,
তোমারই কাছে।
হয়তো বা সজীব নয়,
কোনো নির্জীব প্রাণ হয়ে।

(২) অনাহারি জীবন
———————————
বাংলাদেশের কত মানুষ
পায়না খেতে ভাত,
সেদিকে মোদের খেয়াল নেই খুঁজছি টাকার গাছ।
অনাহারি মানুষ গুলোর
হচ্ছে কত কষ্ট,
বাবা-মায়ের টাকা গুলো
করছি বৃথা নষ্ট।
অনাহারি মানুষ গুলোর
দুঃখে হৃদয় ছোঁয়া,
পার্কে বসে প্রেম করছি খাচ্ছি
বাদাম মোয়া।
শহর বন্দর অলি-গলি
সকল রাস্তা ঘাটে,
অনাহারি মানুষ গুলো ক্ষুধা কষ্টের হাটে।

(৩) এলাচি
————————————–
এলাচি,তুমিতো বাহিরে সাদা,
ভিতরে কালো বর্ন।
তবুও তো সুঘ্রাণ ছড়াও
রমনীর রান্নার পাত্রে।
এলাচি তুমি কি দেখেছো?
তোমার মতো বাহিরে সাদা ভিতরে কালো,
তুমি এলাচির সামান্য সুঘ্রাণও
ছড়াতে পারে না
নিচ সেই বকধার্মিকরা।

(৪) ভাষা
————————————-
ভাষা মোদের মুক্তি শিখা
একুশ মোদের সৈনিক,
তাইতো আমার শহীদ ভাই
আজকে ভাষা সৈনিক।
রক্তে তাঁদের লালে লাল
ফেব্রুয়ারির পাতা,
তাইতো তাঁদের অবদানে
আজকে মাতৃগাঁথা।

(৫) মায়াবি স্বাদ
———————————————
হঠাৎই কানে বাজে
মায়ের চুরির আওয়াজ।
বধূ সেজে এসেছিলেন,
রাধছেন, আজও রাধছেন।
তবু যেন সেই রান্নার স্বাদ শেষ
হবার নয়।
বরং ডাল-ভাত কিংবা
লাউয়ের পাতা দিয়ে শুঁটকি সিরা,
আজও সেই স্বাদ পেট ভরিয়ে দেয়।
পরিবর্তন শুধু বয়সে,
কালো কেশে আসা মা
আজ বৃদ্ধ প্রায়।
কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা রান্নার স্বাদের মতো আজও শেষ হবার নয়।
ভালোবাসি মা।
.
লেখক:শিক্ষার্থী ইংরেজি বিভাগ
এম.সি কলেজ,সিলেট

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com