বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাদ পড়ে যাওয়া ইতালিরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা!

বাদ পড়ে যাওয়া ইতালিরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা!

খেলা ডেস্ক::
বিশ্বকাপের ভবিষ্যৎ বক্তাদের মধ্যে সুইজারল্যান্ড-ভিত্তিক ব্যাংক ইউবিএস বেশ ব্যতিক্রম। সাধারণত প্রানীজগতের সদস্য অক্টোপাস, পান্ডা কিংবা বিড়ালেরা একবার ভবিষ্যৎ বলে ক্ষান্ত দেয়। তবে ইউবিএস ২০১৪ সালের পর এবারও সম্ভাব্য বিজয়ীর নাম হাজির করেছে। যোগ-বিয়োগ, গুণ-ভাগের জটিল সব সমীকরণ পেরিয়ে, সম্ভাব্য বিশ্বকাপজয়ী দলের নাম জানিয়েছে, জার্মানি। তবে ইতালির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা, ব্যাংকটির দাবি ইতালির এখনো ১.৬ ভাগ সম্ভাবনা আছে বিশ্বকাপ জেতার! এতক্ষণে বুঝে ফেলার কথা। না বুঝলে বলে ফেলা যাক, এবারের বিশ্বকাপেই নেই চারবারের বিজয়ী ইতালি। ২০১৪ সালে ইউবিএসের সম্ভাব্য বিজয়ী ব্রাজিল চতুর্থ হওয়ার পরও এবার তাদের গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। তবে ইতালির বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখার পর হয়তো পরিস্থিতি বদলাতে পারে!
ইতালিকে সম্ভাব্য বিজয়ীর তালিকায় ১১তে রাখা হয়েছে। সমান বিশ্বকাপ জয়ের সম্ভাবনা স্বাগতিক দল রাশিয়ারও। তবে রানার্সআপ হওয়ার দিক থেকে রাশিয়া (৪.৬) এগিয়ে আছে ইতালির (৪.৪) চেয়ে।
২৪ ভাগ সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির হিসেবে শিরোপা জেতার দৌড়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। ১৯.৮ ভাগ সম্ভাবনা নিয়ে দুইয়ে ব্রাজিল আর স্পেনের সম্ভাবনা ১৬.১ ভাগ। সর্বশেষ পাঁচটি টুর্নামেন্টের ফলাফল, বাছাইপর্বের সাফল্য আর সেই সঙ্গে দলীয় শক্তি মিলিয়ে একটি পরিসংখ্যান মডেল বানিয়েই ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি। ১০ হাজার সম্ভাব্য ঘটনা বিশ্লেষণ করেই এই মডেলের ফলাফল সৃষ্টি করা হয়েছিল।
সে্ই ফলাফলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় আর্জেন্টিনার (৪.৯) চেয়ে এগিয়ে বেলজিয়াম (৫.৩)। রানার্স আপ হওয়ার সম্ভাবনায়ও ইউরোপের দলটির চেয়ে পিছিয়ে লিওনেল মেসির দেশ। ঠিক তার পরেই পর্তুগালের অবস্থান। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মেসি-রোনালদো যেমন সব সময় পাশাপাশি অবস্থানে থাকেন, এখানেও ঠিক তাই—আর্জেন্টিনা তালিকার সাতে, পর্তুগাল আটে। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩.১। তারপরেই রয়েছে লুই সুয়ারেজের উরুগুয়ে (১.৮)।
আজব ব্যাপার হলো, যে দলটা বিশ্বকাপেই নেই তারা শিরোপা জয়ের সম্ভাবনায় রাশিয়া (১.৬), পোল্যান্ড (০.৯), কলম্বিয়া (০.৫) কিংবা সুইডেনের চেয়ে এগিয়ে! ইতালির কথাই বলা হচ্ছে। এ ছাড়াও শিরোপা জয়ে সম্ভাব্য ফেবারিটদের কাতারে ইংল্যান্ডকে (৮.৫) রাখা হয়েছে চারে। মানে, ফ্রান্স কিংবা আর্জেন্টিনার চেয়েও ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com